টিপস

অনলাইনে ভোটার স্থানান্তর করার নিয়ম 2023

এমন অনেকে আছেন যাদের ভোটার এলাকায় স্থানান্তরের করার প্রয়োজন কিন্তু ভোটার এলাকায় স্থানান্তর করার জন্য করনীয় কি এবং প্রয়োজনীয় কাগজপত্র সমূহ কি কি সে বিষয়ে সঠিক ধারণা নেই। ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই প্রশ্নের মাধ্যমে। আপনারা যারা ভোটার পরিবর্তন করতে চান স্থানান্তর করতে চান তারা আমাদের এই পোস্টটি ভালোভাবে পড়বেন এই প্রশ্নের মাধ্যমে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা লেখাপড়া বা চাকরি বা ব্যবসা বা অন্য যেকোনো প্রয়োজনের জন্য নিজ বাড়ি ছেড়ে দূরদূরান্তে গিয়ে বসবাস করে থাকেন। ফলে তারা নিজের স্থায়ী ঠিকানা ভোটার না হওয়ায় বর্তমান ঠিকানায় ভোটার হয়েছেন। ঠিকানা কখনো তাদের ভোটার এলাকা পরিবর্তন করে এসআই ঠিকানা নিয়ে আসার প্রয়োজন হয়ে থাকে। আপনি যে উপজেলার স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনি যে উপজেলা স্থানান্তরিত হবেন সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার এলাকার স্থানান্তর করার জন্য আবেদন করতে হবে।হঠাৎ ট্রান্সফার করার জন্য ভোটার এলাকার স্থানান্তর ফরম ১৩ পূরণ করে আবেদন করতে হবে।

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ফরম পূরণ করার নিয়ম

স্থানান্তর ফ্রম ১৩ হাতে পাওয়ার পর প্রথমে ভালোভাবে পড়ে দেখবেন ফরম পূরণ করা খুবই সহজ তাছাড়া ফরমপূরণের জন্য নিম্নে বর্ণিত পরামর্শ গুলো অনুসরণ করতে পারেন যেমন-

ফর্মে এক নং ক্রোমিকে আবেদনকারীর নাম লিখতে হবে বাংলায়। ফর্মের দুই নং ক্রোমিকে আবেদনকারী এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের নম্বর লিখতে হবে। শরমের ৩ নং ক্রোমিকে আবেদনকারীর জন্ম তারিখ লিখতে হবে। ফর্মের ৪ নং ক্রোমিকে আপনি যে এলাকায় ভোটার হয়েছেন বা ছিলেন সেই এলাকা ঠিকানা দেখতে হবে। ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, উপজেলা, থানার নাম, জেলার নাম, গ্রাম বা রাস্তার নাম, বাসা বা হোল্ডিং নম্বর সহ সবগুলো ফেল্ট পূরণ করতে হবে। ফরমের ৫ নং ক্রোমিকে আপনি যে ঠিকানায় ভোটার স্থানান্তর করতে চাইছেন সেই এলাকা ঠিকানা লিখতে হবে। জেলার নাম, উপজেলার নাম, ইউনিয়ন বা সিটি কর্পোরেশন, পৌরসভা, বোর্ডের মধ্যে যেটির আন্ডারে আপনি স্থানান্তর হবেন সেটি ঠিক চিহ্ন দিবেন এবং পাশে ইউনিয়ন বা সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্ট বোর্ডের নাম লিখে দিবেন। ফরমের ৬ নং ক্রোমিকে বলা হয়েছে ৫ নং ক্রোমিকে বর্ণিত ঠিকানায় আপনি কতদিন যাবত বসবাস করছেন তা উল্লেখ করতে হবে। হতে পারে ৫ নং ক্রমিকের ঠিকানা আপনার জন্মস্থান হতে পারে এক বছর বা তিন বছর যাবত বসবাস করছেন।

ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজনীয় কাগজপত্র

ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে এ বিষয়ে এন আই ডি ট্রান্সফার ফর্মে বিস্তারিত উল্লেখ করা আছে। যাবতীয় কাগজপত্র আপনি যে ঠিকানায় ভোটার স্থানান্তর করে আনতে চাইছেন সেই ঠিকানায় হতে হবে। যদিইউনিয়নের আওতায় হয় তাহলে চেয়ারম্যানের পতন পত্র লাগবে বা পৌরসভা হলে পৌর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলরের পতন পত্র লাগবে। বাড়ির বিদ্যুৎ বিল/ গ্যাস বিলের কপি লাগবে।চৌকিদারী ট্যাক্স রশিদ/ পৌর করের রশিদ/ বাড়ি ভাড়ার রশিদ এর মধ্যে যার যেটি আছে সেটি জমা দিতে হবে। এবং আবেদনকারীর এন আই ডি কার্ড অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি। উল্লেখিত কাগজপত্র আবেদনের পিছনে পিনাপ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। অফিস থেকে আপনাকে আবেদনের নিচের অংশ কেটে দিবে সেটি যত্ন সহকারে রেখে দিতে হবে।পরবর্তীতে অফিসে গেলে অবশ্যই আপনাকে দেওয়া স্লিপটির সঙ্গে নিয়ে যাবেন যখনই আপনার আবেদন কাজ শুরু হবে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

পরিশেষে, ভোটার স্থানান্তরের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস বা কাগজপত্র আমরা সে সম্পর্কে আলোচনা করছি এর মাধ্যমে আপনাদের যদি কোন বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।

Comment Here