অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা 2023

যারা নিজের শখের মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে চান আজকের লেখাটি তাদের জন্য এই লেখাটি পড়ে শোরুম থেকে কেনা মোটরসাইকেল আপনি বিআরটিএ থেকে নিজে নিবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক আইন অনুযায়ী প্রত্যেক মোটরযান নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন ব্যতীত মোটরসাইকেল চালানো আইনত অপরাধ। বাংলাদেশ সড়ক পরিবহন আইনে চতুর্থ অধ্যায়ের মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিধান রাখা হয়েছে এই আইনের 16 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি বা মোটরযান মালিক রেজিস্ট্রেশন ব্যতীত সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে মোটরযান চালাইতে বা চালাইবার অনুমতি প্রদান করিতে পারিবেন না। কোন ব্যক্তির প্রতিষ্ঠান বা মোটরযান মালিক কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফরম ও পদ্ধতিতে নির্ধারিত ফিস্ট এবং ভাড়া ৫৩ এর অধীন গঠিত আর্থিক সহায়তায় তহবিলের জন্য নির্ধারিত চাঁদা প্রধান সাপেক্ষে মোটরযানের রেজিস্ট্রেশন এর জন্য লিখিতভাবে আবেদন করিবেন। রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল চালালে স্বাস্থ্যের বিষয়ে এই আইনে ৭২ ধারায় বলা হয়েছে যদি কোন ব্যক্তি ধারা ১৬ এর বিধান লঙ্ঘন করেন তা হলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি ছয় মাসের কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকাঅর্থদণ্ড বা উভয় দন্ডে দণ্ডিত হইবেন।
মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ধাপ
কোন শোরুম কিংবা ডিলার থেকে যখন নতুন মোটরসাইকেল কিনবেন সাথে সাথে আপনাকে একটি মানি রিসিট এবং একটি ডেলিভারি চালান শোরুম থেকে দিবে। ডেলিভারি চালানো গাড়ির বিস্তারিত বর্ণনা দেওয়া থাকবে। আপনাকে মোটরসাইকেল ডেলিভারি দেওয়া হবে। আপনি যখন শোরুম বা ডিলারকে আপনার মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ফাইল রেডি করতে বলে আসবেন তখন তারা ৭ থেকে ১৫ দিনের মধ্যে একটি ফাইল প্রস্তুত করবে। সেই ফাইলে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম আপনার তথ্য সেলস ইন ভয়েস, কল চালান পত্র, চালান ফ্রম, গেট পাস, পার্কিং লিস্টের অঙ্গীকারনামা সহ মোট প্রায় 25 পৃষ্ঠার একটি ফাইল দেওয়া হবে।ফাইলটি পাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে গাড়ির জন্য বিআরটিএ কর্তৃপক্ষের নিকট টাকা জমা দেওয়া। অনলাইনে কিংবা ব্যাংকে গিয়ে আপনি মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন।
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফিস অনলাইনে জমা দেওয়ার নিয়ম
মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফিস অনলাইনে জমা দেওয়ার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটারের যেকোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন bsp.b rta.gov.bd ।এরপর নিবন্ধন অপশনে গিয়ে আপনার তথ্য দিয়ে নিবন্ধন করে ফেলুন আমার যেহেতু আগে থেকে একাউন্ট করা আছে সেহেতু আমি লগইন করে নিয়েছি। লগইন করার পর বিভিন্ন সেবায় ফি অপশনে যাবেন এরপর মোটরযান নিবন্ধন সংক্রান্ত ফিশ অপশনে ক্লিক করুন। এরপর যে ইন্টার ফেস দেখতে পারবেন সেখান থেকে মোটরযানের ধরনের মোটরসাইকেল সিলেক্ট করে দিন। মোটরযানের শ্রেণীতে আপনার মোটরসাইকেল অনুযায়ী নির্বাচন করুন। ১৫০ সিসির জন্য লার্জ, 125 সিসির জন্য মিডিয়াম,ও এর নিচের শিশির মোটরসাইকেল এর জন্য মেডিসিন স্মল সিলেক্ট করুন। আমরা যেহেতু ১২৫ সিসি মিডিয়াম সিলেট করছি। আপনার সকল তথ্য এখানে আপনারা লিখবেন এখানে ফর্মে যা যা প্রয়োজনীয় পূরণ করার জন্য তাতে আপনারা পূরণ করে দিবেন এখানে। সব তথ্য নির্ভুল আছে কিনা যাচাই করে নিন। ফাস্ট ইনস্টলমেন্টের কথায় কত টাকা দিতে হবে সে নিয়ে একটি ছক দেখানো হবে সে ওকে দেখবেন ডিজিটাল নাম্বার প্লেটের জন্য ২২৬০ টাকা ইস্যু অফ নিউ রেজিস্ট্রেশনের জন্য ৩৯৬৮ টাকা ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য ৫৫৫ টাকা দুই বছরের ট্যাক্স টোকেন বাবু ২৩০০ টাকা এবং সর্বশেষ সাপ্লিমেন্টারি ডিউটি বাবদ দিতে হচ্ছে এক হাজার ঊনসত্তর টাকা। পেমেন্ট হয়ে গেলে ইউর পেমেন্ট ইউজ সাকসেসফুল প্লিজ ক্লিয়ার ক্লিক hair to get মানে রিসিডে ক্লিক করে মানি রিসিট ডাউনলোড করে নিন।
পরিশেষে, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি মাসখানেকের মধ্যে আবারো আপনার প্রদত্ত মোবাইল নাম্বার এসএমএসে পাবেন কখন আপনার গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট ও ডিজিটাল নাম্বার প্লেট দেওয়া হবে। নির্ধারিত দিনে গিয়ে আপনার নাম্বার প্লেট এবং কার্ড বুঝে নিন এখন আপনার মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন।