অনুপস্থিতির জন্য ছুটির আবেদন লেখার নিয়ম

কিভাবে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করা হয় বা জমা দিতে হয় এটি অনেকেই অনলাইনে প্রশ্ন করেছেন আর ১০০% সঠিক নিয়মে ছুটির আবেদন পত্র লেখা শিখবো।
তারিখ:০২/০৫/২০২৩
বরাবর
প্রধান শিক্ষক
( যে বিদ্যালয়ের পড়ি তার নাম, থানা, জেলা)।
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের( যে শ্রেণীতে পড়বেন সেই শ্রেণী) শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত( ০-০-০থেকে০-০-০) তারিখ পর্যন্ত( যে কয়েকদিন হয়েছে) দিন আমার শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেনি।
অতএব, জনাবের নিকট আকুল নিবেদন এই যে, আমার উক্ত অসুস্থতার কথা মানবিক বিবেচনা করে আমাকে( যে কয়দিন বিদ্যালয়ে অনুপস্থিত) দিনের ছুটিদানে জনাবের নিকট মজি প্রার্থনা করি।
বিনীত নিবেদন
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
ছাত্র বাছাত্রীর নাম
শ্রেণী
বিভাগ( যে বিভাগে পড়বেন)
রোল নম্বর।