টিপস

অসুস্থতার জন্য ছুটির আবেদন করার নিয়ম

অসুস্থতা অনেক সাধারন একটা বিষয় যে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে অসুস্থ হলে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে যাওয়ার অনেক মুশকিল বা কষ্টসাধ্য হয়ে যায়। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে যাওয়া হয়ে ওঠে না আর শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে তার কারণে আবেদনের মাধ্যমে জানাতে হয়। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা অনুপস্থিতির জন্য জরিমানা দিয়ে থাকে এক্ষেত্রে অসুস্থতার আবেদন দিলে যে জরিমানা আর প্রদান করতে হয় না। তো চলুন অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র দেখে নেয়া যাক। অসুস্থতা বিভিন্ন ধরনের আবেদনপত্র পাবেন আপনারা। আপনারা যেই আবেদন পত্রটি ভাল লাগে সেটি নির্বাচন করে তথ্য গুলো পরিবর্তন করে ব্যবহার করবেন।

আপনার জন্য নিম্নে এই আবেদন পত্রটি দিয়ে দেওয়া হলো। আপনি চাইলে এই আবেদন পত্রটি ব্যবহার করতে পারবেন শুধু আপনার বিদ্যালয়ের নাম, আপনার নাম, শ্রেণী, রোল ইত্যাদি তথ্য পরিবর্তন করে নেবেন। আর চাইলে আরো কিছু তথ্য আবেদন পত্র দিতে যুক্ত করে নিতে পারেন।

তারিখ:( যে তারিখের জন্য আপনি আবেদন করবেন)

বরাবর

প্রধান শিক্ষক

স্কুলের নাম

বিষয়: অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন

জনাব,

নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের যে শ্রেণীতে পড়বেন সেই শ্রেণীর নাম, শাখা একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। অসুস্থতার কারণে আমি বিগত( এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত) বিদ্যালয়ের উপস্থিত হতে পারিনি।

অতএব, প্রার্থনা এই যে আমাকে অনুগ্রহপূর্বক উক্ত  (যে কয়দিন স্কুলে অনুপস্থিত থাকবেন) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত বাধ্যগত ছাত্র বা ছাত্রী

নাম

শ্রেণি

শাখা

রোল

অসুস্থতার ছুটির দরখাস্তে অবশ্যই অভিভাবকের স্বাক্ষর থাকতে হবে আর সম্ভব হলে ডাক্তারের প্রেসক্রিপশন যুক্ত করবেন।

Comment Here