আপকামিং অপ্পো স্মার্ট ফোনের তালিকা

স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বাংলাদেশের আপ্প একটি পরিচিত নাম। নিজেদের ফোন সম্পর্কে ক্যামেরা ফোন হিসেবে দাবি করা অপ্পর বিভিন্ন দামের ফোন পাওয়া যায় বাংলাদেশের বাজারে। ভাল ক্যামেরা সেটআপ অপটিমাইজেশন এর পাশাপাশি বেশ হাতের নাগালে অপ্পো ফোনের দাম। চলুন জেনে নেওয়া যাক বেশি অফিশিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব অপ্পো ফোনের দাম সম্পর্কে এবং অপ্পো ফোন সম্পর্কে।
অপ্পো রেনো ৮
মিট বাজেটে অপ্পোর নতুন এই ফোনটি বাজারে সাড়া ফেলেছে। মাত্র ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লের ছোট এই ফোনটি বেশ হালকা হাতে দিলে একটি প্রিমিয়াম ফোন বলে মনে হবে। ফোনটিতে মূলত ক্যামেরা ফোকাস্ট ফোন হলেও পারফরমেন্স কোন ঘাটতি রাখা হয়নি। মিডিয়াটেকের হেলিও জি ৯৯ গেমিং চিপসের ঢাকায় ফোনটি বেস্ট গেম খেলা সহজে। সেইসঙ্গে ৯০ হাটুজের অ্যামোলে ডিসপ্লে থাকায় ফোনটি সাবলীলভাবে সব কাজ করতে পারে। ৮ জিবি রেম ও ১২৮ জিবি স্টোরে দেওয়া আছে এই ফোনটিতে। ১০০ মেগাপিক্সেলের ক্যামেরাটি।
অপ্পো এ ৭৭
মধ্যম বাজেটে যারা বড় ব্যাটারি ও সুন্দর দেখতে ফোন করছেন তাদের জন্য ভালো একটি ফোন oppo a77। 6.56 ইঞ্চি ডিসপ্লের এই ফোনটি দেখতে চমৎকার এবং ভালো কিছু ফিচার দেবে আপনাকে। পারফরম্যান্স দিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক এর হেলিয়া ৩৫ জিপ। এটি খুব শক্তিশালী না হলেও সাধারণত সব কাজে ভালোভাবে সামলাতে পারবে। সেই সঙ্গে আছে 4gb রেম ও ১২৮ জিবি বড় স্টোরেজ এর সুবিধা। অনেক 5000 million battery ও 33 ওয়াডের সুপার ফাস্ট চার্জের সুবিধা থাকায় ব্যাটারির ব্যাকআপ নিয়ে কোন চিন্তাই নেই। দীর্ঘ সময় ফোনটি চালাতে পারবেন আবার চার্জ শেষ হলে দ্রুত চার্জ করে ফেলা যাবে।
অপ্পো এ ৭৭ এস
Oppo a77 এর মত একই ডিজাইনের এই ফোনটিতে একমাত্র পার্থক্য এর চিপসেটে। ব্যাটারি ব্যাকআপ ছাড়া ফোনের পারফরমেন্স দেখে আলাদা করে নজর রাখা হয়েছে এখানে। আর তাই তারা দীর্ঘ সময় ধরে ব্যাকআপ দেবে এবং পারফরম্যান্স দেবে এমন ফোন করছেন তাদের জন্য এই ফোনটি হতে পারে একেবারে পছন্দনীয়। এই ফোনটিতে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, ড্রাগন ৬৮০, এই ফোনটিতে ৪ জিবি রেম এবং ১২৮ জিবি অ্যাস্টোরেজ রয়েছে, ডুয়াল ক্যামেরা মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল রয়েছে।
অপ্পো এ ১৭ কে
বাজারে কম বাজেটের মধ্যে বেশ ভালো একটি ফোন oppo a 17 কে। কম বাজেটে প্রিমিয়াম ডিজাইনের একটি হালকা এটি কাজে যারা সুন্দর দেখতে পছন্দ করেন তাদের এই ফোনটি পছন্দ হয়ে যাবে এক নজরেই। দাম অনুযায়ী পারফরমেন্স পিছিয়ে নেই ফোনটির। আছে মিডিয়াটেকের হেলিয়া 35 প্রসেসর। সেই সাথে রয়েছে ৩ জিবি রেম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই ফোনটিতে ৬.৫৬ ইঞ্চি একটি ডিসপ্লে রয়েছে ফোনের পিছনে আছে আর্ট মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ যা কাজ কর চালানোর মধ্যে ছবি তুলতে পারে ।
অপ্পো এফ ২১ এস প্রো
কেমেরা সেন্ট্রিকে ফোনে একদম নতুন প্রযুক্তি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফটোগ্রাফির জন্য। ৬৪ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। তিনটি ক্যামেরা সিস্টেমের এই ফোনে অত ধনী একটি মাইক্রো ক্যামেরাও দেওয়া হয়েছে যা তেলের কোন পর্যন্ত কাছে গিয়ে ছবি তুলতে সক্ষম। সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের ফোনের আইএম এক্স ৭০৯ সেন্সরের। সাথে এই ফোনটিতে ৮ জিবি রেম এবং ১২৮ জিবি স্টোরেজ অসাধারণ ফ্লুরেট পারফরমেন্সের দিতে পারবে দৈনন্দিন কাজে।
আমরা এ পোষ্টের মাধ্যমে কয়েকটি অপ স্মার্টফোন সম্পর্কে আলোচনা করলাম বাজারে নতুন নতুন আরো স্মার্টফোন আসার সম্ভাবনা আছে আপনারা আপনাদের পছন্দ মত স্মার্টফোন কিনে নিতে পারেন।