আপকামিং ওয়ালটন স্মার্ট ফোনগুলোর তালিকা

ওয়ালটন স্মার্টফোনটি বাজারের নতুন নতুন সিস্টেম নিয়ে আপডেট হতে চলেছে। ভারতের অনেক বড় শহরের নেটওয়ার্ক লাইভ হয়ে গেছে তাই এই অবস্থায় ফাইভ জি স্মার্ট ফোনে চাহিদা বাড়তে শুরু করেছে। ওয়ালটন হলো ভারতের স্মার্টফোন মার্কেটে একটি বড় ব্রান্ড যারা সাশ্রয় দামে ৫জি স্মার্ট কার্ড লঞ্চ করে। কে এই পোস্টে আমাদের ওয়াল্টন এর লো বাজেট ৫জি স্মার্টফোন সম্পর্কে জানানো হবে।
ওয়াল্টন অরবিট ওয়াই ৫০
Walton অরবেড ওয়াই ৫০ একটি সুন্দর বিল্ডের বাজেট ফোন। এতে ওয়ালটন ৬.৮২ ইঞ্চির বিশাল ডিসপ্লে দিয়েছে। বাজারে নতুন আসা এই ফোনের আছে হেলিও এ২২ চিপসেট। দৈনন্দিন কাজে বেশ ভালো পারফরম্যান্স দিতে পারে ফোনটি।। চার জিবি রেম আর ৬৪ জিবি রম থাকায় হালকা গেমিং করতেও কোন সমস্যা হবে না। এছাড়া পিছনে আছে ১৩ মেগাপিক্সেলের এই আই ত্রিপল ক্যামেরা সামনে সেলফি ক্যামেরাটি ৮ মেগাপিক্সল। কম বাজেটে বেশ ভালো স্পেক দিয়েছে এই ফোনটি।
ওয়ালটন প্রিমো এইচ এম ৭
Walton primo sm 7 walton এর আরেকটি বাজেট ফোন। ইউনিস্কো টি ৬১০প্রসেসর আর মালিজি ৫২ জি পি ইউ দেয়া হয়েছে এই ফোনে যা দৈনন্দিন স্বাভাবিক কাজগুলো ভালোভাবে করে ফেলতে পারে। আছে ১৩মেগা পিক্সেলের ত্রিপল ক্যামেরা সিস্টেম আর ৪৯০০ মিলি এম্পিয়ার ব্যাটারী। এর একটি বড় ফিচারের ডিসপ্লে যা ৬.৫২ ইঞ্চি এবং হোয়াইট বাইন এল১ সার্টিফিকেট। অর্থাৎ করতে পারবেন নেটফ্লিক্স, amazon প্রাইম ইত্যাদি সার্ভিস থেকে। যদি আপনি অনেক বেশি মুভি বা সিরিজ দেখেন বাজেটে ফোনটি আপনার জন্য ভাল পছন্দ হতে পারে।
ওয়ালটন প্রিমো জিএইচ ১১
স্টাইলিশ এই কম দামের ফোনটিতে ওয়ালটন অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন ব্যবহার করা এই ফোনটি খুব ভালো পারফর্ম করতে পারে। চিপসেট হিসেবে হেলিও এ ২২ থাকায় দৈনন্দিন কাজ খুব স্মুথলি করা যায় হালকা অপারেটিং সিস্টেম দেয় এই ফোনে। তাছাড়া ক্যামেরায় আছে ১৩ মেগাপি খেলে ট্রিপল ক্যামেরা ৪২০০ মিলিয়াম ব্যাটারি ফনটিকে সারাদিন ব্যাকআপ দিতে সক্ষম। কম বাজেটে ভালো পারফরম্যান্স চাইলে ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে 6.52 ইঞ্চি ডিসপ্লে, দুই থেকে চার জিবি রেম, স্টোরেজ ৩২ জিবি তাই এই ফোনটি আপনাদের জন্য অনেক ভালো একটি ফোন।
ওয়ালটন প্রিমো আর ৯
বাজেটের সাথে ব্যালেন্স শর্ট পারফরমেন্সের ফোন এটি। হেলো জি ২৫ অক্টা কোর চিপ এতে চলন সই পারফরম্যান্স দেয়। এই চিঠির সঙ্গে কিছু গেমিং টেকনোলজি থাকায় কিছু আগে গেমিং ও করতে পারবেন। সেই সাথে এতে দেয়া আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যে পিক্সেল মিনিং টেকনোলজি ব্যবহার করে৫২মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। এতে পাঁচ হাজার মিলি অ্যাম্পের বড় ব্যাটারি থাকা এর ব্যাকআপ খুব ভালো তাই বলা যায় বাজেট হিসেবে খুব ভালো ফিচার আছে এই ফোনে।
তাছাড়া আপনারা চাইলে আরো ফোন দেখতে পারেন কারণ বাজারে আরও নতুন নতুন মডেলের ফোন আসার সম্ভাবনা আছে। এবং কোনটি আপনাদের বাজেটের মধ্যে পড়তেছে সে ফোনটি আপনারা অনায়াসে কিনতে পারেন।