তথ্য

আপ কামিং ভিভো স্মার্টফোনের তালিকা

অসাধারণ ক্যামেরার জন্য ভিভো ফোনগুলো বেশ সুপরিচিত। ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস নিয়ে এজন্য সবার মধ্যে আগ্রহ। যেখানে xiaomi ও realme এর মতো কোম্পানিগুলো স্পেসিফিকেশনের কে কে কাজে সেরা হবে তা নিয়ে রীতিমতো যুদ্ধ করছে, সে ক্ষেত্রে মনে হচ্ছে অন্য কৌশল নিয়ে এসে ভিভ। বাংলাদেশ অফিসিয়ালি ভিভোর তরফ থেকে অনেকগুলো ফোন পাওয়া যাচ্ছে। বাজারে সবচেয়ে ভালো ফোন যেগুলো রয়েছে সেগুলোর সাথেও পাল্লা দেয় ভিভো। আবার কমদামের ফোন ক্রেতাদের জন্য স্মার্ট ফোন বিক্রি করে vivo। আমাদের পোস্ট থেকে জেনে নিতে পারবেন বাংলাদেশের ভিভো মোবাইলের দাম সম্পর্কে। vivo মোবাইলের দামও কিন্তু সব গ্রাহকের জন্য ভাগ করা আছে। বাজেট কম হোক কিংবা অনেক বেশি আপনার বাজেটে ভিভোর ফোন আপনি পাবেন। ফোনের ক্ষেত্রে স্পেসিফিকেশন নিয়ে প্রকাশ না দিয়ে ব্যবহারে উপযোগিতা ও আকর্ষণীয়তা দেখে বেশি গুরুত্ব দেয় এই ভিভো ফোনটি।

ভিভো ওয়াই ২২

স্টাইলিশ ও সুন্দর দেখতে ভিভো রে ফোনটি নতুন বাজারে এসেছে বেশ ভালো সব স্পেক্ট নিয়ে। ৬.৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে পাবেন ওয়াটার ড্রপ নস। ফোনটি মূলত ভাল পারফরমেন্সের দিকে নজর রেখেছে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের হেলিয়া ৮৫ চিপ সেট যা দৈনন্দিন বিভিন্ন কাজ ছাড়ো আপনাকে কিছুটা গেমিং করতেও সাহায্য করবে। ২০ হাজার টাকা বাজেটের মধ্যে এটি বেশ শক্তিশালী একটি প্রসেসর। অনেক পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মূল্য ক্যামেরাটি কি ৫০ মেগাপিক্সেলের।

ভিভো ওয়াই ০২এ

ফোনের বাজারে ভিভোর নতুন সংযোজন এই ফোনটি। খুব কম দামে সুন্দর ও প্রিমিয়াম দেখতে এই ফোনটি পাওয়া যাচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক এর হেলিওপিয়ে 35 প্রসেসর। ছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ এর সুবিধা। ফোনটির পিছনে একটি মাত্রই ক্যামেরা দেওয়া আছে যা আর্ট মেগাপিক্সেলের। সামনে আছে পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা । দৈনদের জ্বলন্তই ছবি তুলতে পারবেন এই ফোন থেকে। পারফরমেন্সের দিক থেকে দাম অনুযায়ী এটি বেশ ভালো। দৈনন্দিন কাজগুলো সাবলীলভাবে সামলাতে পারে এই ফোনটি। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী যা সারাদিন ধরে ব্যাকআপ দিতে পারে এই ফোনটি।

ভিভো ভি ২৫ ৫ জি

৫০ হাজার টাকার নিচে বাজেটের এই ফোনে ভিভো ফিচার এর কমতি রাখেনি। অসাধারণ সুন্দর দেখতে ফোনে ভিডিও দিয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের ওআইএস সহ বোকেহ ক্যামেরা। আর সামনে সেলফি তুলতে আছে ৫০ মেগাপিক্সেলের একটি সেন্সর ছবি তুলতে যে এই ফোন সেরা হবে বুঝতে পারছে। ভালো পারফরমেন্সের জন্য আছে মিডিয়া থেকে ৯০০ চিপ।আরজিবি রেম আছে সাথে ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনটিতে। এই ফোনটিতে ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

ভিভো ওয়াই০২ এস

বাজেট সেগমেন্টের একটি ফোন এটি দেখতে সুন্দর ও আধুনিক ডিজাইনের এই ফোনের মূল আকর্ষণ এর পাতলা ও আকর্ষণীয় ডিজাইন। ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী এই ফোনটি সারাদিন ব্যাকআপ দিতে পারে। পারফরমেন্সের জন্য আছে হেলিও পি ৩৫ চিপ সেট।৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে এই ফোনটি। পিছনে একটি আর্ট মেগাপিক্সেলের ক্যামেরা আছে এই ফোনে। এই ফোনটির ডিসপ্লে ৬.৫১ ইঞ্চি।

ভিভো ভি ২৫ ই

এই ফোনটির স্পে ও ফিচারও প্রায় একই রকম একই ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রাখা হয়েছে এই ফোনে। তবে সামনের সেলফি ক্যামেরাটি ৫০ মেগা পিক্সেলের বদলে ৩২ মেগাপিক্সেল করা হয়েছে। দাম কম রাখতে পারফরমেন্সেরও কিছুটা কমতি রাখা হয়েছে। সমস্যা হবে না চাইলে যেকোনো গেম খেলতে পারবেন। অষ্টআশি ওয়ার্ডের ফার্স্ট চার্জ ও ৪৫ মিলিয়ন ব্যাটারি আছে এই ফোনে। এই ফোনটিতে ৬.৪৪ ডিসপ্লে রয়েছে।

তাছাড়া এই ফোনে আরো আপডেট নতুন বাজারে আসতে পারে অতএব আপনারা আপনাদের পছন্দমত যে কোন ফোন কিনতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Comment Here