কবিতা

একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি ২০২৩

প্রিয় পাঠক বন্ধুগণ আপনাদের সকলের প্রতি রইল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের কাছে মহান ভাষা দিবস উপলক্ষে নিয়ে এসেছি নতুন একটি পোষ্ট। আমাদের আজকের এই নতুন পোস্টটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি সম্পর্কিত একটি পোস্ট অর্থাৎ আমরা আজকে এই পোষ্টটির মাধ্যমে আপনাদের কে একুশে ফেব্রুয়ারির বেশ কিছু কবিতা তুলে ধরব। আপনারা আমাদের আজকের এই পোস্টটি থেকে ২১ শে ফেব্রুয়ারি কবিতাগুলো সংগ্রহ করে ভাষা দিবস অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দিনটিতে কবিতা আবৃত্তি করতে পারবেন। আপনি আমাদের আজকের এই একুশে ফেব্রুয়ারি কবিতাগুলো শিশু-কিশোরদের মাঝে শেয়ার করে তাদেরকে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করতে পারবেন। আশা করছি আমাদের আজকের এই কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

বাঙালি চিরকাল থেকেই সংগ্রামী জাতি হিসেবে সকলের মাঝে পরিচিত। শুধুমাত্র ইতিহাস কিংবা মানুষের মুখের কথার মাধ্যমে বাঙালি সংগ্রামী জাতি নয় বরং বাঙালির কার্য করা ও প্রাচীনকাল থেকে বাঙালির ইতিহাস ও সংস্কৃতিতে যে সংগ্রামী পরিচয় ও প্রমাণ পাওয়া যায় তার মাধ্যমে বাঙালি সংগ্রামী জাতি হিসেবে সকলের মাঝে পরিচিত লাভ করেছে। বাঙালি সংগ্রামী জাতির পিছনে যে সংগ্রাম গুলো লুকিয়ে আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ মাতৃভাষার জন্য আন্দোলন। কেননা ইতিহাসের শ্রেষ্ঠ ও একমাত্র জাতি হচ্ছে বাঙালি জাতি যারা তাদের মাতৃভাষার জন্য আন্দোলন করেছিল। ইতিহাসে কোন জাতির পরিচয় পাওয়া যায়নি যারা তাদের ভাষার জন্য যুদ্ধ করেছিল শুধুমাত্র বাঙালি জাতি মাতৃভাষার সম্মান রক্ষার্থে আন্দোলনে ঝাঁপিয়ে পরেছিল। তাদের আন্দোলনের মাধ্যমে ই রাষ্ট্রভাষা হিসেবে আমরা বাংলাকে পেয়েছি। বাঙালি জাতির এই ত্যাগ ও সংগ্রামকে প্রতিবছর গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্যই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি প্রতিটি মানুষের কাছে একটি স্মৃতি বিজড়িত শ্রেষ্ঠ দিন হিসেবে পরিচিত।

একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি

প্রতিবছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সারাদেশেই বিভিন্ন ধরনের আলোচনা সভা রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এই দিনটিতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর পাশাপাশি দেশের সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রতিভা নেওয়া হয়। এজন্যই আমরা আজকে নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃতি সম্পর্কিত এই পোস্টটি। কেননা অনেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইনে কবিতা আবৃত্তি সম্পর্কিত পোষ্টের অনুসন্ধান করে থাকেন। তাদের ক্ষেত্রে আমাদের এই পোস্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আজকের এই পোস্টটিতে একুশে ফেব্রুয়ারির বেশ কিছু সুন্দর সুন্দর কবিতা তুলে ধরেছি যেগুলো আপনারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা আবৃতিতে অংশগ্রহণ করে কবিতা গুলো সকলের মাঝে প্রকাশ করতে পারবেন। নিচে একুশে ফেব্রুয়ারি কবিতা আবৃত্তি সম্পর্কিত পোস্টটি তুলে ধরা হলো:

  • মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
    লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
    একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
    তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
    রক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
    বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
    স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
    যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
    প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
    আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
    অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
    বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর.
    রক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
    একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা
  • আগুন ঝরা ফাগুন দিনে
    মাতৃভাষা আনলো কিনে
    প্রাণের বিনিময়ে,
    রক্তস্রোত যায় যে বয়ে
    রয় ইতিহাস সাক্ষী হয়ে
    অপার এক বিস্ময়ে!
  • আমাদের অন্তর্গত হৃদয়ের বাণী,
    ছড়ায় সমগ্র বিশ্বে — গানে গানে, কবিতা কথায়।
    সুদূর টরেন্টো হয়ে, চেরিদের বনে,
    পৌছে যায় বাংলার প্রতিবাদী সুর।
    ঝংকারে মথিত হয়, লাল রং ক্যাঙ্গারুর ভূমি।
    মাতৃভাষা স্মৃতিসৌধ, মাথা তোলে দেশে দেশে,
    মায়ের ভাষার দাবী প্রতিষ্ঠিত করে।
  • শুন হে বরকত শুন, শুন হে সালাম,
    তোমাদের আত্মত্যাগ ব্যর্থ হয় নাই।
    তোমরা দিয়েছ প্রাণ, তাই
    আমরা মায়ের বোলে, কথা বলি, গান গেয়ে যাই।
  • এই কাহিনি কল্পনা নয়
    রূপকথারই গল্প ও নয়
    শুনতে কি চাও আরো?
    কৃষ্ণচূড়া রঙিন ডালে
    লাল হলো সেই রক্ত লালে
    নয় অজানা কারো।

Comment Here