কিছু কিছু কথা আছে ভোলা যায় না

প্রিয় পাঠক বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন আলোচনা। আমাদের আজকের নতুন আলোচনাটি হচ্ছে কিছু কিছু কথা আছে ভোলা যায় না সম্পর্কিত একটি আলোচনা অর্থাৎ আমরা আজকে আপনাদের মাঝে এমন কিছু কথা তুলে ধরব যে কথাগুলো ব্যক্তিগত জীবনে প্রতিটি মানুষ এর জীবনে রয়েছে কিন্তু যা তারা কখনোই ভুলতে পারেনা। আপনারা আমাদের আজকের এই আলোচনাটি সংগ্রহ করলে আপনাদের ব্যক্তিগত জীবনের না ভোলা সকল কথা উপলব্ধি করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলটিতে কিছু কিছু কথা আছে যা কখনোই ভোলা যায় না সে সকল কথা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করছি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের কাজে লাগবে।
পৃথিবীতে প্রতিটি মানুষের জীবন হাসি আনন্দ দুঃখ কষ্ট ও আনন্দের সমাহার। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ-দুঃখ হাসি আনন্দ ও কষ্ট লুকিয়ে আছে। পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে এই উপাদানগুলো আসে পালাবদল করে। এজন্যই কখনো কখনো মানুষের জীবন সুখে থাকতে থাকে আবার কখনো কখনো মানুষের জীবন দুঃখের অন্ধকারে হারিয়ে যায়। আবার প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে মনের মধ্যে এমন কিছু কথা জমে যায় যে কথাগুলো মানুষ সহজে ভুলতে পারে না এবং কাউকে বলতে পারেনা। এই কথাগুলো হৃদয়ে ছোয়ানো কোন ঘটনা অথবা জীবনের সবথেকে সুন্দরতম কিছু মুহূর্ত। যে কথাগুলো প্রতিটি মানুষের মাঝেই হৃদয়ের মনি কোঠায় চিরকাল স্মৃতি হয়ে থাকে। এই সুন্দর কথাগুলো মানুষকে অবসর সময় নতুন নতুন স্বপ্ন দেখতে শেখায়। অনেকেই জীবনের এই না ভোলা কথাগুলোর মাঝেই রঙিন জীবনের স্মৃতি গুলো খুজে পায়।
কিছু কিছু কথা আছে ভোলা যায় না
পৃথিবীতে প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে এমন কিছু কথা রয়েছে যা কখনোই ভোলা যায় না। এই কথাগুলো হতে পারে অতি আনন্দের অথবা অতি দুঃখের। এজন্য আজকে নিয়ে এলাম আমাদের ওয়েবসাইটে কিছু কিছু কথা আছে ভোলা যায় না সম্পর্কিত এই পোস্টটি। আমাদের আজকের এই পোস্ট থেকে আপনারা বেশ কিছু কথা জানতে পারবেন যে কথাগুলো প্রত্যেকের জীবনে রয়েছে। আমাদের আজকের এই পোস্টটি থেকে কিছু কিছু কথা আছে যা ভুলতে পারা যায় না সেই কথাগুলো সংগ্রহ করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। এমনকি আমাদের আজকের এই কথাগুলো মাধ্যমে আপনি আপনার বাস্তব জীবনের না ভোলা কথাগুলো সকলের মাঝে শেয়ার করতে পারবেন। নিচে কিছু কিছু কথা আছে যা ভোলা যায় না পোস্টটি তুলে ধরা হলো:
- কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়ে গেছি
কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম, পানির উপর চাঁদের আলো
ক্ষনিকের জন্যই থাকে, স্থায়ী নয়। - ভেবেছিলাম দুঃখের নদী টা পেরোতে পারলেই সুখের নদীর দেখা পাবো…
কিন্তু, দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। - ভালোবাসলেই ভালোবাসা ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল!
কারন দুনিয়ার মানুষগুলো স্বার্থপর, শুধুই নিতে জানে দিতে না। - একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয় খুব কঠিন
কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি,
ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন।
কিছু কিছু স্মৃতি থাকে মুছা যায়না
কিছু কিছু কথা থাকে ভুলা যায়না
কিছু কিছু স্মৃতি থাকে মুছা যায়না
তেমনি আমার প্রেম স্রোতে ভাসা শেওলা
কখনো তো কূল খুঁজে পেল না ওওওওওও
ধুপের মত শুধু পুড়ছি একা
কখনো নিলেনা খোঁজ আমি কত অসহায়
হয়তো জীবনে আর হবেনা দেখা
ধপের মত শুধু পুড়ছি একা
কখনো নিলেনা খোঁজ আমি কত অসহায়
হয়তো জীবনে আর হবেনা দেখা
ফিরে এসো এ জীবনে আমার ব্যথার টানে
সইতে পারিনা আর বেদনা ওওওওওওওও
তুমি তো নিজেই একা পুড়ছো নাকো
কি ব্যথা অন্তরে বোঝাবো কেমন করে
হয়ে গেছি আমি আজ অন্য কারো
তুমি তো নিজেই একা পুড়ছো নাকো
কি ব্যথা অন্তরে বোঝাবো কেমন করে
হয়ে গেছি আমি আজ অন্য কারো
পারো যদি ভুলে যেও স্মৃতিগুলো মুছে নিও
রেখনা আমার কোন নিশানা ওওওওওওওওওওওও
কিছু কিছু কথা থাকে ভুলা যায়না
কিছু কিছু স্মৃতি থাকে মুছা যায়না
কিছু কিছু কথা থাকে ভুলা যায়না
কিছু কিছু স্মৃতি থাকে মুছা যায়না
তেমনি আমার প্রেম স্রোতে ভাসা শেওলা
কখনো তো কূল খুঁজে পেল না ওওওওওও