কিছু কথা

কিছু কিছু কথা আছে যা বলা যায় না

প্রিয় পাঠক বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন আলোচনা। আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু কিছু কথা বলা যায় না সম্পর্কিত একটি পোস্ট। কেননা ব্যক্তিগত জীবনের প্রতিটি মানুষের এই এমন কিছু কথা আছে যা তারা সরাসরি মুখে বলে প্রকাশ করতে পারেনা। তাদের এই কথাগুলো যেন দ্বারা বিভিন্ন ধরনের উক্তি বাণী অথবা এস এম এস ব্যবহার করে থাকে। অনেকে আবার নিজের মনের এই কথাগুলো প্রকাশ করার জন্য অনলাইনে কিছু কিছু কথা আছে যা বলা যায় না লিখে অনুসন্ধান করে থাকে। আজকে তাদের জন্যই নিয়ে এলাম আমাদের ওয়েবসাইটে কিছু কিছু কথা আছে যা বলা যায় না সম্পর্কিত এই পোস্টটি। যে পোস্টটি সংগ্রহ করলে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন।

পৃথিবীতে প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে বেশ কিছু কথা রয়েছে যা মানুষ বিভিন্ন রকম আকার ইঙ্গিত অনুভূতির মাধ্যমে প্রকাশ করে থাকে। ব্যক্তিগত জীবনে প্রিয়জনদের মাঝে নিজের মনের সাজানো-গোছানো অনুভূতিগুলো যেমন শেয়ার করে থাকে তেমনি আবার এমন কিছু না বলা কথা নিজের মনেই রেখে দেয় যা তারা প্রকাশ করার সাহস কিংবা প্রকাশ করার কোন ভাষা খুঁজে পাই না। অনেক সময় তারা নিজের মনের না বলা কথাগুলো প্রিয়জনদের মাঝে প্রকাশ করার জন্য সোশ্যাল মিডিয়া সহায়তা নিয়ে থাকে। বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষ এখন নিজের মনের না বলা সকল অনুভূতির কথা গুলো সহজেই কাঙ্খিত মানুষকে মাঝেই শেয়ার করতে সক্ষম হচ্ছে। যার কারনে প্রতিটি মানুষ তার ব্যক্তিগত জীবনে নিজেকে শান্তিতে রাখতে পারছে।

কিছু কিছু কথা আছে যা বলা যায় না

প্রতিটি মানুষের জীবনে কিছু কিছু কথা আছে যা তারা কারো কাছে মুখে বলে প্রকাশ করতে পারেনা। আজকে আমরা সেই কথাগুলো প্রকাশ করার জন্য নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটে কিছু কিছু কথা আছে যা বলা যায় না এই নিবন্ধটি। আপনাদের জন্য যে আমাদের এই নিবন্ধটিতে বেশ কিছু কথা তুলে ধরা হয়েছে যা সংগ্রহ করলে আপনারা আপনাদের মনের জমানো না বলা সকল কথা শেয়ার করতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট থেকে কথাগুলো সংগ্রহ করে আপনি আপনার বন্ধুবান্ধব ও প্রিয় মানুষটিকে আপনার সকল অনুভূতির কথাগুলো সুন্দরভাবে আমাদের আজকের এই কথাগুলোর মাধ্যমে ব্যক্ত করতে পারবেন। তো আর দেরি না করে চলুন দেখে নেয়া যাক আমাদের আজকের এই পোস্টটি। নিচে কিছু কিছু কথা আছে বলা যায় না পোস্টের কথাগুলো তুলে ধরা হলো:

  • আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম, কেন যানো? তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই।
  • ছায়া হয়ে থাকবে তুমি এ মনের আঙ্গিনায়।আর ভালোবাসবে আমায় তোমার চোখের অদ্ভুত মায়ায়।যদি ভালোবাসো আমায়,আমার এ হৃদয়টা দিয়ে দিব তোমায়। আমার হৃদয়টা রেখ যতনে, অতঃপর তোমায় নিয়ে হারিয়ে যার পূর্ণ চাদানী রাতের লগ্নে।
  • আমার হৃদয় গহীনে তোমায় পেয়েছি কি সাধনে তুমি আমার কত যে আপন, বুঝাবো তা কেমনে।এই জীবনে হারাবার নেইতো কিছু আর, হারালো এই মন তোমাতে সুখের ঠিকানা নেই অজানা তুমি রয়েছো এ সাথে তুমি এলে রাঙালে মন দুচোখে জ্বেলে দিলে রঙিন স্বপন আড়ালে হারালো যত বিস্বাদের ক্ষণ।
  • হেমন্তে পাওয়া প্রেম তুমি,বলেছিলে কোন এক দিন রয়ে যাবে মোর মনের গহীনে।চিরকাল ভালোবেসে মোরে মাতাবে হেমন্তগন্ধে।মনের হেমন্তে বেঁচে থাকার সরণিতে এক ফোঁটা ভালোবাসা দিও মোরে।সেই ভালোবাসা দিয়ে হেমন্তের নিশিতে সাজিয়ে তোমারে আনব আপন আলয়ে।
  • সপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে,সবাই তখন পর হয়ে যায় থাকেনা আর পাশে।কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা।
  • আসবি তুই কবে, পাগলি তুই ফিরে।যদি কখনো আসিস ফিরে, রাখব তোকে অনেক সুখে। তুই সুখে থাকবি, আর আমায় ভালোবাসবি।পাগলি_তুই_ফিরে_আয়।
  • কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল, জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল?জল বললো চোখটি তোমার সুখের নীড়,কি করে সইবো বলো এত দুঃখের ভীড়।
  • সত্যি কি তুমি আমাকে ভালোবাসো, না কি এটা শুধুই ভালোবাসা নামক অভিনয়। যদি তাই হয় তাহলে আমাকে আর জরিয় না তোমার জীবন নামক গোল চক্রে।যতই জটিল হবে তোমার অভিনয় ততই কষ্ট বাড়বে আমার।হয়ত কোন একদিন ক্ষমা করে দিব আমি তোমাকে, কিন্তু তুমি কি পারবে নিজেকে ক্ষমা করতে।হয়ত পারবে না, তাই বলছি ভালোবাসার নামে অভিনয় করো না।তুমি কি আজো অভিনয় করছ ।
  • কালের খেয়ায় স্বপ্ন দিচ্ছে পারি দুঃখের নীল অস্তরাগে।তোমায় ভালোবেসে কন্ঠস্বর বেদনার ঝড় হয়ে আসে।অবিশ্বাসের মেঘে মোর কান্নাভেজা মুখ খানি ভাসে।মোর জীবন যেন বিদায় নেয় তোমার মৃত্যুর আগে।
  • আমি আছি শেষের পথে আর তুমি সূচনায়, শেষের পথে দাঁড়িয়ে ভালোবাসি আমি শুধুই তোমায়।ভালো তোমায় বেসে একদিন যাব আধারে মিলিয়ে, আসব না আর আলোর পৃথিবীতে।তুমি থেকো অনেক সুখে।তুমি সুখে থাকলে আধারে মিলবে আলোর সন্ধান, এটাই হবে তোমার ভালাবাসার প্রতিদান।

Comment Here