চাকরির আবেদন পত্র লেখার নিয়ম জেনে নিন

আমাদের ছাত্র জীবনসহ সকল ক্ষেত্রে আবেদন পত্র লেখার নিয়ম আমাদের কাজে লাগে। ছোটবেলা থেকেই আমরা আবেদন পত্র লেখার নিয়ম শিখি তাহলে চাকরির আবেদন পত্র, কোম্পানির চাকরির আবেদন পত্র, স্কুলের চাকরির জন্য আবেদন পত্র বিভিন্ন চাকরির আবেদন পত্র লেখার সময় কোন সমস্যা সমাধান হতে হবে না। আবেদন পত্র লেখার নিয়ম যদি আমরা লিখতে ভুলে ভুল করি তাহলে আমাদের আবেদনপত্র খারিজ করে দেওয়া হবে। কখনোই নিজের ইচ্ছামতো আবেদন পত্র লেখার নিয়ম ভঙ্গ করলে চলবে না শুদ্ধভাবে আবেদন পত্র লেখার নিয়ম এর আইন মেনে চলতে হবে আমাদের।। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আপনি চাকরির জন্য আবেদন পত্র লিখবেন।
বরাবর
প্রধান শিক্ষক ও অধ্যক্ষ
এই স্কুলের জন্য আবেদন করবেন বা কলেজের জন্য তার নাম
নিজ জেলা এবং থানার নাম
বিষয়: সহকারী প্রভাষক ও চাকরির আবেদন।
বিনীত নিবেদন এই যে, গত ১৫ এপ্রিল, ২০… তারিখের “ ওয়ার্ল্ড টাইমটেক” পত্রিকায় এ প্রকাশিত বিজ্ঞাপন মারফত জানতে পারলাম আপনার কলেজে বিজ্ঞানে পারদর্শী একজন সহকারি প্রভাষক আবশ্যক। আমি উক্ত পদের একজন প্রার্থী। আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার বিবেচনার জন্য নিম্নে পেশ করা হলো:
১. নাম: শামীম হোসেন
২. পিতার নাম: মোশারফ করিম
৩. মাতার নাম: সালেহা বেগম
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম: কলেজপাড়া, পোস্ট: বীরগঞ্জ, উপজেলা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর
৫. বর্তমান ঠিকানা:গ্রাম: কলেজপাড়া, পোস্ট: বীরগঞ্জ, উপজেলা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর
৬. জন্মতারিখ: ২৫/৯/১৯৯৪
৭. ধর্ম: ইসলাম
৮. জাতীয়তা: বাংলাদেশী
৯. শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম বিভাগ/ বিষয় | পাশের সাল | জিপিএ | বোর্ড/ বিশ্ববিদ্যালয় | পাশের সন |
এস এস সি | বিজ্ঞান | ৫.০০ | ঢাকা | ২০১০ |
এইচ এস সি | বিজ্ঞান | ৫.০০ | ঢাকা | ২০১২ |
স্নাতক | পদার্থবিজ্ঞান | ৪.০০ | ঢাকা | ২০১৪ |
স্নাতক উত্তর | পদার্থবিজ্ঞান | ৪.০০ | ঢাকা | ২০১৬ |
১০. অভিজ্ঞতা
অতএব, মহোদয় সবকিছু বিবেচনা করে আমাকে নির্দিষ্টার সাথে কর্তব্য পালনে তৎপর থাকবো। ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদান, বিদ্যালয়/ কলেজের সার্বিক উন্নতি এবং কর্তৃপক্ষের সন্তুষ্টি বিধানে সর্বশক্তি নিয়োগ করব এ নিশ্চয়তা প্রদান করছি।
তারিখ
দিনাজপুর
বিনীত
মোঃ শামীম হোসেন
সহকারী শিক্ষক/ প্রভাষ
বীরগঞ্জ, দিনাজপুর