টিপস
ছুটির জন্য আবেদন করার নিয়ম

তারিখ:০৩/০৫/২০২৩
বরাবর
প্রিন্সিপাল/ প্রধান শিক্ষক
স্কুল বা কলেজের নাম
বীরগঞ্জ, দিনাজপুর।
বিষয়: ছুটির জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়/ কলেজে (যে শ্রেণীতে পড়বেন বিভাগ ও শাখা) একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। আগামী পাঁচ মে ২০২৩ আমার বড় বোনের বিবাহ। এমতাবস্থায় আমাকে বিভিন্ন দায়িত্বে থাকতে হবে ফলে আমি স্কুল বা কলেজে উপস্থিত হতে পারবো না।
অতএব, বিনীত প্রার্থনা এই যে আমাকে এক সপ্তাহের ছুটি দিয়ে বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী
নাম
শ্রেণি
বিভাগ
শাখা
রোল