জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়া তালিকা

বাংলাদেশের নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু করেছে। যার নাম জয়ন্তিকা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় ট্রেন। প্রতিদিন অসংখ্য মানুষ এই ট্রেনটিতে যাতায়াত করে। এছাড়া এই ট্রেনটিতে আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা রয়েছে। বাংলাদেশের টপ লেভেল এর ট্রেনগুলোতে যেসব সুযোগ-সুবিধা পাবেন, তা সবগুলো এখানে রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কেউ নামাজ পড়তে চাইলে নামাজের ঘরের ব্যবস্থা রয়েছে। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুস্বাদু খাবারের ব্যবস্থা রয়েছে।
- খুব সহজে পড়ুন :
- জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের স্টেশনের নাম ও বিরতি সময়
- জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
এছাড়াও ভিআইপি যাত্রীদের জন্য এসি কেবিন এর ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা খুব সহজে আনন্দময় একটি ভ্রমণ করতে পারবে। তাই এই ট্রেনটি সম্পর্কে অনেকের জানার আগ্রহ তাইতো সম্পূর্ণ কনটেন্টটিতে এই ট্রেন সংক্রান্ত সকল তথ্য আমরা আপনাদেরকে জানাবো।
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি একটি বিলাসবহুল ট্রেন। যেখানে প্রতিটি যাত্রী খুব আরামে গন্তব্য স্থানে যেতে পারবে। কোন প্রকার বিরক্ত ছাড়াই দূরযাত্রার জন্য এই ট্রেনটি উত্তম। এই পোষ্টের মাধ্যমে আজকে জানতে পারবেন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট, অনলাইন টিকেট এবং ভাড়ার তালিকা সংক্রান্ত সকল তথ্য। তাই দেরি না করে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন ।
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ভালো ট্রেনের কথা ভাবতেছেন! আপনাদের ভাবনার কোন কারণ নেই। এখন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে সিলেট থেকে ঢাকায় যাতায়াত করতে পারবেন। প্রতিদিন 12:15 মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।
ট্রেনের স্টেশন | ছুটির দিন | ছাড়ার সময় | পৌছানোর সময় |
ঢাকা টু সিলেট | নাই | ১২:১৫ | ১৯:৩২ |
সিলেট টু ঢাকা | বৃহস্পতিবার | ১১:৪০ | ১৮:০৭ |
এই রুটে সপ্তাহের সাত দিন ঢাকা-সিলেট রুটে যাতায়াত করে।ঢাকা থেকে সিলেট যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) টেনের কোন ছুটির দিন নেই। তবে সিলেট থেকে ঢাকা যাওয়ার জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) সাপ্তাহিক ছুটি রয়েছে। সেটা হল বৃহস্পতিবার দিন ছুটি। নিচে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী বিস্তারিতভাবে আলোচনা করা হল।
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের স্টেশনের নাম ও বিরতি সময়
ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি অসংখ্য স্টেশনে ব্রেক প্রদান করে। তাই যেসকল স্টেশনে যাত্রাবিরতি নেয় তার সময়সূচি টেবিল আকারে দেওয়া হল।
বিরতির স্টেশনের নাম |
ঢাকা থেকে ছাড়ার সময় |
সিলেট থেকে ছাড়ার সময় |
বিমান বন্দর | ১১ঃ৪২ | ১৭ঃ৫৭ |
আশুগঞ্জ | ১৩ঃ০১ | ১৬ঃ৩৮ |
বি- বাড়িয়া | ১৩ঃ২০ | ১৬ঃ১৯ |
আজিম পুর | ১৩ঃ৫২ | ১৫ঃ৫৫ |
মোকন্দপুর | ১৪ঃ১০ | ১৫ঃ৩৮ |
হরষপুর | ১৪ঃ২৫ | ১৫ঃ২৫ |
মনতলা | ১৪ঃ৩৮ | ১৫ঃ১২ |
নওয়াপাড়া | ১৪ঃ৫৫ | ১৪ঃ৪৮ |
শাহজীবাজার | ১৫ঃ১০ | ১৪ঃ২৮ |
শায়েস্তাগঞ্জ | ১৫ঃ২৭ | ১৪ঃ১৩ |
শ্রীমঙ্গল | ১৬ঃ১০ | ১৩ঃ০৩ |
ভান গাছ | ১৬ঃ৩৩ | ১৩ঃ০৮ |
কুলাউড়া | ১৭ঃ২৭ | ১২ঃ৩২ |
মাইজগাঁও | ১৮ঃ০০ | ১১ঃ৫৫ |
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সব শ্রেণীর মানুষ ভ্রমণ করতে পারবে। এখানে শোভন চেয়ার, প্রথম শিট ও এসি সিট এর সুব্যবস্থা করা হয়েছে। এর জন্য যারা খুব অল্প টাকায় ভ্রমণ করতে চান তারা এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। আবার পক্ষান্তরে যারা খুব বিলাসবহুল ভাবে ভ্রমণ করতে পছন্দ করেন তারা ভিআইপি এসি সিট নিয়ে যেতে পারবেন। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ ভাড়ার তালিকা জেনে নেওয়া আপনাদের উচিত। তাই নিচে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করা হলো।
আসন বিভাগ |
টিকিট মূল্য |
শোভন চেয়ার | 295 টাকা |
প্রথম আসন | 395 টাকা |
এসি বার্থ | 679 টাকা |
আমাদের পোস্টটি পড়ার পর কোন যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। আপনার যাত্রা শুভ হোক এই কামনায় আল্লাহ হাফেজ।