জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া ও আমল

জালিম বলছে সাধারণত যারা মাজলুমদের উপর অত্যাচার কিংবা জুলুম করে থাকে তারাই হচ্ছে জালিম। ইসলামে জালিম সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা প্রদান করা হয়েছে। জালিম অর্থ হচ্ছে অন্যায় করা অত্যাচার করা উৎপীড়ন করা কিংবা নিপীড়ন করা নির্যাতন করা অথবা কারো প্রতি দুর্ব্যবহার করা। অর্থাৎ যেসব মানুষ কারো প্রতি জোরপূর্বক অত্যাচার উৎপীড়ন নির্যাতন নিপীড়ন এবং দুর্ব্যবহার করে থাকে তারা হচ্ছে জালিম এবং যার প্রতি এই দুর্ব্যবহার কিংবা নির্যাতন করা হয় তাকে মাজলুম বলা হয়। অর্থাৎ মাজলুমের উপর জালিমরা সাধারণত জুলুম করে থাকে। বর্তমান সময়ে আমাদের সমাজে জালিমদের কবলে পরে অনেক প্রতিনিয়ত নির্যাতিত নিপীড়িত হচ্ছে । ইসলামের জালিমদের এই জুলুম থেকে বাঁচার জন্য দোয়া ও বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জালিমদের জুলুম থেকে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে মুক্ত হওয়া যায়। আজকে আপনাদের উদ্দেশ্যে জালিমদের জুলুম থেকে বাঁচার এই দোয়া ও আমল সম্পর্কে আলোচনা করব।
বর্তমান বিশ্বে প্রতিটি দেশের স্বাধীনতা জালিমদের জুলুমে মাজলুমরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এবং শারীরিক কিংবা মানসিকভাবে কষ্ট পাচ্ছে। সময়ের পরিবর্তনে যেমন পৃথিবী হয়ে উঠেছে উন্নত তেমনি ইসলাম থেকে বর্তমান সময়ে মানুষ অনেক সরে গিয়েছে যার কারণে ইসলামিক দিকনির্দেশনা কিংবা ইসলামের জ্ঞান সম্পর্কে মানুষের ধারণা কমে গেছে। তাইতো আমরা এখন প্রতিনিয়ত জালিমদের অন্যায় ও অত্যাচারে মাজলুম দের কষ্ট পেতে দেখছি। ইসলামের মজলুম বলতে সাধারণত যারা জালিমদের কাছ থেকে প্রতিনিয়ত অনলাইন নির্যাতন কিংবা নিপীড়িত হচ্ছে তাদেরকে বোঝায়। আর এই জালিমরা সাধারণত প্রতিনিয়ত মাজলুমদের উপর তাদের জুলুম চালিয়ে যাচ্ছে। অনেকেই জালিমদের এই জুলুমের কারণেই কষ্ট পাচ্ছি এবং স্বাভাবিক জীবন থেকে ব্যাহত হচ্ছে। ইসলাম ইসলামী জীবন বিধানে জালিমদের এই অন্যায় অত্যাচার থেকে বাঁচার জন্য বেশ কিছু দোয়া ও আমল রয়েছে। যা পরিপূর্ণভাবে আমল ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে জালিমদের সকল জুলুম থেকে বাঁচা সম্ভব। তাই আমাদের অবশ্যই জালিমদের সকল জুলুম থেকে বাঁচার জন্য এই আমল ও দোয়া মহান আল্লাহর কাছে করতে হবে।
জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া
অনেকেই জালিমের জুলুম থেকে বাঁচার জন্য দোয়া সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চান তাদের জন্য আজকে আমরা জালিমের জুলুম থেকে বাঁচার জন্য দোয়া তুলে ধরেছে। আপনারা আমাদের প্রতিবেদন থেকে জালিমের জুলুম থেকে বাঁচার দোয়াটি পরিপূর্ণভাবে মহান আল্লাহ তায়ালার দরবারে করার মাধ্যমে জালেমের সকল জুলুম থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আপনার জালিমের জীবন থেকে বাঁচার এই পবিত্র দোয়াটি পরিপূর্ণভাবে আদায় করার মাধ্যমে মহান আল্লাহ তায়ালা সকল অন্যায় অবিচার এবং থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। নিচে জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া সুন্দরভাবে তুলে ধরা হল আপনাদের সুবিধার্থে দোয়াটি বাংলা ও আরবীতে তুলে ধরা হয়েছে।
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ – وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
উচ্চারণ : ‘রাব্বানা লা তাঝআলনা ফিতনাতাল লিল ক্বাওমিজ জ্বালিমিন। ওয়া নাঝ্ঝিনা বিরাহ্মাতিকা মিনাল ক্বাওমিল কাফিরিন।’ (সুরা ইউনুছ : আয়াত ৮৫-৮৬)
অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! আমাদের উপর অত্যাচারি কওমের শক্তি পরীক্ষা করিও না। আর আমাদেরকে অবিশ্বাসী (জালিমদের) কবল থেকে অনুগ্রহ করে মুক্তি দাও।
জালিমের জুলুম থেকে বাচার আমল
ইসলামের জীবন বিধানের জালিমের জুলুম থেকে বাঁচার বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে আপনারা জালিমের সকল জুলুম থেকে নিজেকে বাঁচাতে পারবেন। জালিমরা সাধারণত সমাজের মাঝে উপর প্রতিনিয়ত তাদের জোরপূর্বক অন্যায় ও অত্যাচার করে থাকে। প্রতিনিয়ত জালিমেরাই অত্যাচারের কারণে মাজলুমরা নির্যাতিত অত্যাচারিত হচ্ছে। আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে জালিমের জুলুম থেকে বাঁচার জন্য আমলসমূহ আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা আজকের এই আমল যথাযথভাবে পালন করার মাধ্যমে সমাজের জালিমদের সকল জুলুম থেকে নিজেকে হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ। নিচে জালিমের জুলুম থেকে বাচার আমল তুলে ধরা হলো:
আমল
>> প্রত্যেক নামাজের পর এ দোয়াটি পাঠ করা।
>> সূরা ফালাক্ব, সূরা নাস ও সূরা ইখলাস সকাল-বিকাল তিনবার পাঠ করা।