ঢাকা থেকে শিলিগুড়ি বাসের ভাড়া, সময়সূচী, ও অনলাইনে টিকিট কাটার নিয়ম

আপনারা সরাসরি ঢাকা থেকে শিলিগুড়ি বাসেই যাতায়াত করতে পারবেন দুই বাংলার মানুষ। কারণ এর রুঠে চালু হতে চলেছে শ্যামলী পরিবহন একটি বাস সার্ভিস। এই বাসটি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় বাংলা বান্ধা স্থল বন্দর হতে ঢাকা থেকে শিলিগুড়ি যাতায়াত করবে।এর আগে বিবি আইএন চুক্তিতে গত বছরের 23 শে এপ্রিল শ্যামলী এন্ড আর ট্রাভেলস দুটি বাস পরীক্ষামূলকভাবে এরূপ দিয়ে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে যাতায়াত করেছে। এবার মাত্র ১৪ ঘণ্টায় ঢাকা থেকে শিলিগুড়ি নিয়মিত চলাচল করবে। বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা যায় শ্যামলী পরিবহন সরকারি পরিষেবা না হওয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি বাংলাবান্ধা থামবে। পরে বাস থেকে নেমে যাত্রীদের পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করে ব্যাগ পরীক্ষা করে ভারতের ওপরের পরিবারের সীমান্ত অভিবাসন কেন্দ্রে দাঁড়িয়ে থেকে শ্যামলী পরিবহনের অপর একটি বাসে উঠতে হবে। এরপর সেই বাসটি যাত্রীদেরকে শিলিগুড়িতে পৌঁছে দেবে এবং ফেরার পথেও সেই একই নিয়ম থাকবে।
ঢাকা থেকে শিলিগুড়ি বাসের সময়সূচি
প্রতিদিন হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে শহরে যায়। বাসে যাতায়াতের ক্ষেত্রে সব থেকে প্রয়োজন জানার বাসের সময়। সময় সঠিক ভাবে না জানলে আপনাকে অনেক ভুগান্তির স্বীকার হতে হবে। বর্তমান সময়ে নানান ধরনের দালালের আমদানি। আর আপনি যদি সঠিক সময় না জানেন তাহলে আপান এই দালালের চক্ররে পরলে আপনাকে তো নানান ভুগান্তির স্বীকার তো হতে হবে। সেই সাথে আপনার টাকা পয়সাও নষ্ট হতে পারে।বিশেষ করে এই ঢাকা থেকে শিলিগুড়ির পথে অনেক রকমের দালালের আমদানি রয়েছে। তা না তারা নানান রকম ভয় বেশি দেখিয়ে টাকা ইনকাম করার চিন্তায় থাকে তারা।অতএব আপনাদেরকে এদের হাত থেকে রক্ষা পেতে হতে গেলে অবশ্যই বাসের সময়সূচী জেনে তারপর আপনারা যাত্রা শুরু করবেন। তাহলেই আপনাদেরকে কোন রকম সমস্যায় পড়তে হবে না এবং আপনারা আমায় এসে যাত্রা করতে পারবেন ঢাকা থেকে শিলিগুড়ি। সঠিক সময় না জানলে আপনারা অসময়ে বাস কাউন্টারে গেলে আপনাদেরকে অনেক রকম ভাবে অপেক্ষা করতে হতে পারে, এবং আপনারা বিরক্ত বোধও করতে পারেন সেজন্য আপনারা সঠিক সময়সূচি জেনে নিয়ে তারপর বাস কাউন্টারে যাবেন এবং আপনারা সুন্দরভাবে যাত্রা শুরু করবেন ঢাকা থেকে শিলিগুড়ি।
Bus Name | Shyamali paribahan |
Starting Counter | Komlapur BRTC |
End Counter | Siliguri |
Departing Time | 06.00 |
Arrival Time | 11.59 |
Coach Type | Ac |
Total Seat | 28 |
ঢাকা থেকে শিলিগুড়ির অনলাইনে বাসের টিকিটের মূল্য
আপনি যেখানে যান না কেন আপনাকে অবশ্যই বাসের ভাড়া সর্ম্পকে জানতে হবে। ঢাকা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য সুন্দর ও নিরাপদ ব্যবস্থা হচ্ছে এই বাস। তাছাড়া আপনি ট্রেনে করে যেতে পারেন বা বিমানে করে যেতে পারেন। বিমান বা ট্রেনে যেতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে বেশি । কিন্তু বাসে যেতে গেলে সেটা করতে হবে না। কারন আপনি বাসে করে যেকোন সময় যেতে পারবেন।
ঢাকা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য আপনাকে এসি বা নন এসি যেকোন একটি বাসে করে যেতে হবে। আপনি চাইলে এসি বাসে করে যেতে পারেন। কিন্তু এসি বাসে যেতে গেলে ভাড়া একটু বেশি লাগতে পারে। কিন্তু আপনাকে সর্বপ্রথম জানতে হবে কোন টার কত দাম। তাহলে আপনার যার্নি করতে সুবিধা হবে। ধরেন আপনি বাসে করে ঢাকা থেকে শিলিগুড়ি যাবেন কিন্তু আপনি টিকিট ক্রয় করার জন্য কাউন্টারে যেতে পারছেন না। তাহলে আপনাকে অবশ্যই ঘড়ে বসে টিকিট ক্রয় করতে হবে। কিন্তু আপনি যদি সঠিক ভাড়া সর্ম্পকে না জনেন তাহলে কীভাবে টিকিট ক্রয় করবেন। সে জন্য আপনাকে সঠিক ভাড়া জানতে হবে । তাহলে আপনি ঘড়ে বসে অনলাইনে টিকিট ক্রয় করতে পরবেন।
শেষ কথা আপনার প্রয়োজনে যা যা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন।