নারী দিবসের কবিতা

নারী দিবস আমরা প্রতিবছর 8 ই মেয়ে পালন করে থাকি। এই দিবস পালনের জন্য আমরা নারীদের সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সকলের মাঝে তুলে ধরি। সেই সাথে বিশ্বের প্রতিটি মানুষের কাছে নারীদের গুরুত্বপূর্ণ অবদান এই দিবসটির মাধ্যমে তুলে ধরা হয়। নারী দিবসের দিনটিতে নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের উক্তি স্ট্যাটাস কবিতা ও বিখ্যাত মনীষীদের বাণী গুলো তুলে ধরা হয়। আজকে আমরা আপনাদের মাঝে সেরকমই নারী দিবসের বেশ কিছু কবিতা তুলে ধরব। এই কবিতাগুলোর মাধ্যমে আপনারা নারী দিবস সম্পর্কে জানতে পারবেন এবং নারী দিবসের দিনটি সুন্দরভাবে উদযাপনের জন্য আমাদের আজকের এই কবিতাগুলো ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের এই নারী দিবসের কবিতা গুলো আপনাদের সকলের ভালো লাগবে।
আমাদের সমাজের মূল কাঠামো মূলত নারীদের হাতে তৈরি করা হয়। কেননা একজন নারী আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান পালন করে থাকে। নারী ঘরে বাইরে সমান তালে পুরুষের পাশাপাশি অতুলনীয় অবদান রেখে থাকে। তারা ঘরের কাজ কিংবা সন্তান পালন ছাড়াও একই সাথে অফিস আদালত এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাদের এই গুরুত্বপূর্ণ অবদানকে প্রতিটি মানুষের মাঝে তুলে ধরার জন্যই মূলত প্রতিবছর নারী দিবস উদযাপন করা হয়। এই দিবসটি প্রতিবছর মে মাসের ৮ তারিখে পালন করা হয়। শুধুমাত্র বাংলাদেশ এই দিবস পালন করা হয় না বরং বিশ্বের প্রতিটি দেশে আন্তর্জাতিকভাবে উদযাপন করা হয়। এই দিবস উপলক্ষে বিশ্বের প্রতিটি নারীর প্রতি সম্মান জানানো হয়। তাদের গুরুত্বপূর্ণ অবদান প্রতিটি মানুষের মাঝে তুলে ধরা হয়।
নারী দিবসের কবিতা
অনলাইনে নারী দিবস উপলক্ষে নারী দিবসের কবিতা গুলো খুঁজে থাকে। তাদেরকে সহায়তা করার জন্য আমাদের ওয়েবসাইটে আজকে নিয়ে এসেছি আমরা নারী দিবসের বেশ কিছু কবিতা। আপনারা আমাদের আজকের এই কবিতা গুলো সংগ্রহ করে নারী দিবসের দিনে কবিতাগুলো শেয়ার করতে পারবেন। এই কবিতাগুলোর মাধ্যমে মূলত আপনারা বিশ্বের প্রতিটি নারীর প্রতি সম্মান জানাতে পারবেন সেই সাথে তাদের গুরুত্ব সকলের মাঝে তুলে ধরতে পারবেন। আপনি আমাদের আজকের কবিতা গুলো সংগ্রহ করে নারী দিবস উপলক্ষে আপনার সোশ্যাল মিডিয়া কবিতাগুলো শেয়ার করতে পারবেন। তাই আপনারা যারা নারী দিবসের কবিতা গুলো জানতে চান তারা আমাদের এই পোস্টটি সংগ্রহ করুন। নিচে নারী দিবসের কবিতা গুলো তুলে ধরা হলো:
গৃহকোণে বন্দী নয় তারা উঠিছে হিমালয় চূড়ে,
নারী জয়গান দিকে দিকে আজি সারা বিশ্বজুড়ে।
উঠিছে ভূধরে ভাসিছে সাগরে শূণ্যে উড়িছে বিমান,
করিছে সংগ্রাম শত্রুর সাথে নারীরা দাগিছে কামান।
শোর্যে বীর্যে জ্ঞান গরিমায় সর্বথা নারীর জয়,
জাগিছে অভয়াশক্তি মায়েরা নাহি ভয় নাহি ভয়।
এসোমা কল্যাণী জগত্জননী তুমি মা কল্যাণময়ী,
তুমি মা শক্তি মায়ের জাতি হও মাগো বিশ্বজয়ী।
কবিতার পাতায় কবি আমি গাই রমণীর জয়গান,
বিশ্ব নারী দিবসে জানাই তাদের শ্রদ্ধা ও সম্মান।
তোমার হাতে বিশ্ব সাজে,নানা সুর নিয়ে আর ছন্দ।
মনের গহীনের হাজার স্বপ্ন সাজিয়ে পেয়েছো আনন্দ।
তুমিতো কন্যা, প্রেমের বন্যা,আদরের জননী মাতা।
তুমি সঙ্গিনী,স্বপ্ন রমণী,গড়বে বিশ্ব,পাঠিয়েছে বিধাতা।
নয়তো অবলা,নয়তো অসহায়,তুমিতো “মা” জননী।
তোমার সৃষ্টিতে জগত সৃষ্টি,সাক্ষ্য হাজার কাহিনী।
স্তব্ধ হবে জাতি,আসবে অধিক ক্ষতি,না হয় যদি নারী।
তোমার প্রেমে বিশ্ব সাজে, বিশ্ব আজ শুধু তোমারই।