কবিতা

পূর্ণিমা চাঁদ নিয়ে কবিতা

সম্মানিত পাঠক আজকে আমরা আপনাদের সকলের উদ্দেশ্যে নিয়ে এসেছি আমাদের ওয়েব সাইটে পূর্ণিমার চাঁদ নিয়ে কবিতা সম্পর্কিত একটি পোস্ট। পূর্ণিমার আজ প্রতিটি মানুষের কাছে অত্যন্ত পছন্দনীয় একটি রাত। চাঁদের পূর্ণিমার মাধ্যমে পৃথিবীতে চাঁদের আলোয় এসে পৌঁছায়। অনেক কবি পূর্ণিমার চাঁদ নিয়ে বেশ কিছু কবিতা লিখেছেন। আজকে আমরা আমাদের প্রতিবেদনে সেসব কবিগনের পূনিমা চাঁদ নিয়ে কবিতা গুলো আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের আজকের এই কবিতা গুলো সংগ্রহ করে আপনি আপনার বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের আজকের এই কবিতাগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে পূর্ণিমার চাঁদ নিয়ে কবিতা গুলো সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। আশা করছি আজকের এই কবিতাগুলো আপনাদের সকলের কাজে লাগবে।

চাঁদ প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি উপগ্রহ। এর নিজস্ব কোন আলো নেই কিন্তু অনেক সৌন্দর্য রয়েছে। সূর্য থেকে আলো নিয়ে চাঁদ নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং নিজেকে আলোকিত করে তোলে। পূর্ণিমা চাঁদের একটি বিশেষ কলা। এটি তখনই ঘটে যখন পৃথিবীর যে পাশে সূর্য অবস্থিত তার উল্টোদিকে চাঁদ অবস্থান করে থাকে তখন এই চাঁদের পূর্ণিমা ঘটে থাকে। চাঁদের পূর্ণিমার কারণে আলোকিত লাগে এবং পৃথিবী থেকে একটি গোলপিণ্ড মনে হয়। এই সময় চাঁদ কোন সূর্য দ্বারা নিজেকে আলোকিত করে তোলে যার কারণে পুরো পৃথিবীতে জোসনা ছড়িয়ে পড়ে। পূর্ণিমা চাঁদের পরেই চাঁদের অমাবস্যা শুরু হয়। যার ফলে চাঁদ তখন অনেক রাতে নিজের অর্ধেক আলো পৃথিবীতে দিয়ে থাকে। পূর্ণিমার চাঁদের আলো প্রতিটি মানুষ অনেক পছন্দ করে থাকে। এই রাতে প্রিয় প্রতিটি মানুষ তার প্রিয়জনদের সাথে বিভিন্ন ধরনের খুনসুটি করে। অনেক কবি ও সাহিত্যিক রয়েছে যারা পূর্ণিমা চাঁদকে নিয়ে বেশ কিছু কবিতা রচনা করেছেন।

পূর্ণিমা রাত নিয়ে কবিতা

অনেকে অনলাইনে পূর্নিমা রাত নিয়ে কবিতা গুলো অনুসন্ধান করে থাকে। তাদের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছি আমরা পূর্নিমা রাজ নিয়ে কবিতা সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদের মাঝে পূর্ণিমা রাত নিয়ে বেশ কিছু কবিতা তুলে ধরব। আপনারা আমাদের এই পোস্ট থেকে পূর্ণিমা রাত নিয়ে বেশি কবিতা সংগ্রহ করতে পারবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দনীয় পূনিমা রাত নিয়ে কবিতা গুলো সংগ্রহ করে আপনার ব্যক্তিগত জীবনের প্রয়োজনে আমাদের এই কবিতাগুলো কাজে লাগাতে পারবেন। এছাড়া আপনার বন্ধুবান্ধব ও পরিচিত সকলের মাঝে আজকের এই পূর্ণিমার রাত নিয়ে কবিতা গুলো শেয়ার করতে পারবেন। ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে আমাদের আজকের কবিতা গুলো আপনারা স্ট্যাটাস বা ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারবেন। নিচে পূর্ণিমা রাত নিয়ে কবিতা গুলো তুলে ধরা হলো:

ও চাঁদ সামলে রাখো জোছনাকে
কারো নজর লাগতে পারে
মেঘেদের উড়ো চিঠি
উড়েও তো আসতে পারে
ও চাঁদ …
সামলে রাখো জোছনাকে
ঝলমল করিও না গো তোমার ঐ অতো আলো
বেশী রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো
মুখের ঐ উড়নিটাকে একটু রাখো
খুলোনাকো দোহাই… একেবারে.
ও চাঁদ …
সামলে রাখো জোছনাকে
এই সবে রাত হয়েছে এখনি অমন হলে
মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে
সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে
কাকে পাবে বাঁচাতে তোমারে
ও চাঁদ সামলে রাখো জোছনাকে

দুরে – বহু দুরে – ঐ সুদূরে
পাখির ডানা নাকি আলোর কণা
ঝরে পড়ে!
দু’চোখ ভরে তাকে খুঁজি উন্মুখ
মেঘের আড়ালে হারালো কি সে
নজরে পড়েনা হায় সেই সোনা মুখ।

দ্বিতীয়ার চাঁদ সেতো লুকোচুরি মন
কখনো খুঁজে পাই
কখনোবা হারাই দৃষ্টিতে
দু’চোখের কোণ ভিজে
তরল খুশির বৃষ্টিতে।

Comment Here