প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক কোড ও প্রয়োজনীয় সকল কোড

ডিজিটাল বাংলাদেশ প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। বিদ্যুৎ বিপণন পদ্ধতি করা হয়েছে আধুনিকায়ন। আর এই আধুনিকায়নের অন্যতম একটি অংশ হিসেবে ডিজিটাল মিটার বা প্রিপেইড মিটার অন্যতম। বাড়িতে বিদ্যুতের প্রিপেইড মিটার বা ডিজিটাল মিটারটিতে বিভিন্ন রকম কোড রয়েছে যা ব্যবহার করে ব্যালেন্স চেক, ব্যালেন্স সক্রিয় করন, ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ সহ বিভিন্ন রকম কাজ সম্পাদন করতে হয়। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব প্রিপেইড মিটারের সকল প্রয়োজনীয় কোড নিয়ে। প্রিপেইড বৈদ্যুতিক মিটারের প্রয়োজনীয় সব কোড জানতে সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করার আমন্ত্রণ রইল।
প্রিপেইড মিটারের কোড লিস্ট
বাসা বাড়িতে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল প্রিপেইড বৈদ্যুতিক মিটারে বিভিন্ন কোড ব্যবহার করে বিভিন্ন রকম তথ্য অনুসন্ধান করতে হয়। এমনকি ব্যালেন্স সংযোগসহ মিটার বন্ধ করতে গেলেও একটি কোড ব্যবহার করতে হয়। এ সকল কোড ছাড়া ডিজিটাল মিটারে কোন ভাবেই রিচার্জ করা সম্ভব হয় না। কিন্তু অনেকেই ডিজিটাল মিটারের এ সকল কোড সম্পর্কে কিছুই জানেন না। তখন ডিজিটাল মিটারে বা প্রিপেইড মিটারে কোনরকম কাজ করতে ব্যর্থ হন। আপনার সমস্যার সমাধান নিয়েই আজকে হাজির হয়ে গেলাম। এখানে আলোচনা করব প্রিপেইড মিটারের কোড লিস্ট যা থেকে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করার কোড জানতে পারবেন।
- প্রিপেইড মিটারের গত মাসে রিচার্জ, ব্যালেন্স সময় ও তারিখ জানতে ডায়াল করুন ৮১৬।
- আপনার মিটারের টোকেন নাম্বার জানতে ডায়াল করুন ৮৩০।
- প্রিপেইড মিটারে ইমারজেন্সি ব্যালেন্স এক্টিভিশন কোড ডায়াল ৮১১।
- প্রিপেইড মিটার নাম্বার চেক করতে ও জানতে ডায়াল করুন ৮০৪।
- বৈদ্যুতিক মিটার জরুরী ভারসাম্য যাচাই করতে চাইলে, আপনাকে ডায়াল করতে হবে ৮০৮ নাম্বারে।
- বৈদ্যুতিক মিটারের অ্যালার্ম অফ করতে হলে ডায়াল ৮১২।
ডায়াল কোড | যা হবে / যা জানা যাবে |
---|---|
৮০০ | এ যাবৎ মোট ব্যবহৃত ইউনিট |
801 | বর্তমান অবশিষ্ট ব্যালেন্স (টাকা) |
802 | তারিখ |
803 | সময় |
806 | মিটার বিচ্ছিন্নের কারণ |
808 | বর্তমানে চলমান লোড (কিঃওঃ) |
810 | এমার্জেন্সী ব্যালেন্স পরিমান (ধারকৃত) |
814 | চলতি মাসে বিদ্যুৎ ব্যবহার পরিমান (ইউনিট) |
815 | সর্বশেষ রিচার্জ এর তারিখ |
816 | সর্বশেষ রিচার্জ সময় |
817 | সর্বশেষ রিচার্জ পরিমান (টাকা) |
830 | সর্বশেষ রিচার্জ টোকেন |
869 | সর্ব্বোচ্চ অনুমোদিত লোড (কিঃওঃ) |
886 | বর্তমান চলমান রেট (টাকা) |
887 | বর্তমান চলমান স্পেপ ট্যারিফ (টাকা) |
889 | বর্তমান টোকেনের সিকোয়েন্স নম্বর |
922 | চলতি মাসে ব্যবহৃত টাকা |
নেসকো প্রিপেইড মিটার কোড লিস্ট
বাংলাদেশের উত্তরাঞ্চলে পৌরসভা অঞ্চলগুলোতে সাধারণত নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) আওতাধীন বিদ্যুৎ সংযোগ সচল রয়েছে। নেস্কো সম্প্রতি তার গ্রাহকগনের মধ্যে প্রিপেইড মিটার চালু করেছে। এ সকল প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার প্রয়োজন হয় এমনকি রিচার্জ করার পর এক্টিভেশন কোড ব্যবহার করে মিটারটি সচল করতে হয়। কিন্তু অনেকেই নেস্কো প্রিপেইড মিটারের এ সকল কাজ সম্পর্কে কিছুই জানেন না। যে সকল কোড ব্যবহার করে নেস্কো প্রিপেইড মিটারে বিভিন্ন কাজ সম্পাদন করা যায় তা নিয়েই মূলত আমার আজকের নিবন্ধ। আজকে আপনারা জানতে পারবেন নেস্কো প্রিপেইড মিটারের সকল প্রয়োজনীয় কোড।
বিপিডিবি প্রিপেইড মিটার কোড
বাংলাদেশ পিডিবি তুলনামূলক উন্নত সেবা প্রদান করার কারণে অনেকেই পিডিবি বৈদ্যুতিক সংযোগ গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে থাকেন। ডিজিটাল যুগে বিপিডিবি তাদের বিদ্যুৎ বিপণনের ক্ষেত্রে ডিজিটাল মিটার তথা প্রিপেইড মিটার চালু করেছে। বিপিডির প্রিপেইড মিটারে যেকোনো ধরনের কাজ করার জন্য কিছু নির্দিষ্ট কোড ব্যবহার করতে হয়। আপনারা যাতে সহজেই এ সকল কোড ব্যবহার করে আপনার মিটারটি থেকে সহজেই সেবা আদায় করতে পারেন তার জন্যই আজকে বিপিডিবি প্রিপেইড মিটার কোড তুলে ধরলাম।
প্রিপেইড মিটার ব্যালেন্স ও ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড
ডিজিটাল প্রিপেইড মিটারে আগে টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। বিভিন্ন সময় ব্যালেন্স শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে দেখা যায়। তখন ব্যবহারকারীগণ পড়ে যান বিপাকে। এই সমস্যা দূর করার জন্য বিদ্যুৎ বিভাগ ইমারজেন্সি ব্যালেন্সের ব্যবস্থা করেছে। একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করার সুযোগ রয়েছে যা পরবর্তী রিচার্জের সময় কেটে নেয়া হয়। প্রিপেইড মিটার ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ করার জন্য আপনাকে যে কোড ব্যবহার করতে হবে তা হল ৯৯৯৯৯। কোডটি প্রেস করে ইন্টার বাটন চাপলেই আপনাকে সামর্থ্য অনুযায়ী বা ব্যবহার অনুযায়ী নির্দিষ্ট মূল্যের এমার্জেন্সি ব্যালেন্স প্রদান করা হবে।
- প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক কোড জানতে ডায়াল করুন ৮০১।
- প্রিপেইড মিটার ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে হলে অবশ্যই ডায়াল করতে হবে ৮০৪।
বাংলাদেশের বিদ্যুৎ বিপণনের অন্যতম আধুনিকায়ন প্রযুক্তি ডিজিটাল মিটার বা প্রিপেইড মিটার। এই মিটারের সাহায্যে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে দুর্নীতি মুক্ত করা সম্ভব হচ্ছে। ডিজিটাল মিটার ব্যবহার করার ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন কোড তুলে ধরা হয়েছে আজকের নিবন্ধে। আশা করি আপনার প্রয়োজনীয় কোডটি উপরের তালিকা থেকে সংগ্রহ করতে পারবেন।