টিপস

মজার ধাঁধা ও উত্তর 2023

সম্মানিত পাঠক ভাই বোন বন্ধুগণ আপনাদের সকলের জন্য আজকে আমাদের ওয়েব সাইটে নিয়ে এসেছি আমরা গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের মাঝে বেশ কিছু মজার ধাঁধা ও উত্তর তুলে ধরব। বাস্তব জীবনে প্রতিটি মানুষ নিজের ব্যস্ততার পাশাপাশি বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা ও বিভিন্ন ধরনের ধাঁধা অথবা জোকস এর মাধ্যমে বিনোদন নিয়ে থাকে। ধাঁধা অথবা জোকসগুলো প্রতিটি মানুষকে বিনোদন দিতে সাহায্য করে থাকে। আজকে আমরা এজন্য নিয়ে এসেছি আমাদের ওয়েব সাইটে বেশ কিছু মজার ধাঁধা ও ধাঁধা গুলোর উত্তর সম্পর্কিত এই পোস্টটি। আপনারা আমাদের আজকের এই পোস্ট থেকে এই ধাঁধাগুলো একদম নতুন ভাবে জানতে পারবেন সেই সাথে এই ধাঁধা গুলোর উত্তর গুলো সংগ্রহ করতে পারবেন। আশা করছি আমাদের আজকের এই মজার ধাঁধা ও উত্তর সম্পর্কিত প্রতিবেদনটি আপনাদের উপকারে আসবে।

পৃথিবীতে প্রতিটি মানুষের কাছে পরিচিত একটি শব্দ হচ্ছে ধাঁধা। যাকে লোক সাহিত্যের অংশ হিসেবে চিহ্নিত করা হয়। অনেকে একে হেঁয়ালি ও বলে থাকেন। ধাধায় গ্রাম বাংলার লোকজনের অভিজ্ঞতাকে প্রশ্ন আকারে লিপিবদ্ধ করা হয়। ধাঁধা এমন একটি পঙ্গটি কিংবা প্রশ্ন যেখানে একটি বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এবং ওই প্রশ্নের মাধ্যমে বিষয়টির উত্তর লুকিয়ে থাকে। অর্থাৎ ধাঁধা বলতে বোঝায় যে বাক্যের মাধ্যমে একটিমাত্র ভাব রূপকের সাহায্যে কোন কিছু জিজ্ঞাসা আকারে প্রকাশ করা হয় তাকেই ধাঁধা বলা হয়। ধাঁধার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে বিনোদন পেয়ে থাকি। এটি পুরনো কোন বন্ধু বান্ধব কিংবা পল্লীর প্রাচীন সংস্কৃতিকে স্মরণ করার জন্য এখনো আমাদের মাঝে চালু রয়েছে । ধাঁধা মূলত প্রতিটি মানুষের জ্ঞানের একটি বিষয় এবং রসেরও সামগ্রী। কেননা ধাঁধার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারি সেই সাথে বিনোদন পেয়ে থাকি।

মজার ধাঁধা ও উত্তর

অনেকে অনলাইনে বেশ কিছু মজার ধাঁধা ও ধাঁধার উত্তর সম্পর্কে জানার জন্য আমাদের আর্টিকেলটিতে ক্লিক করে থাকেন। তাদের উদ্দেশ্যে আজকে নিয়ে এসেছি আমরা মজার ধাঁধা ও উত্তর সম্পর্কিত এই পোস্টটি। এই পোস্টটিতে আপনাদের মাঝে মজার মজার বেশ কিছু ধাঁধা তুলে ধরব সেই সাথে ধাঁধার উত্তরগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা আমাদের এই মজার ধাঁধা গুলো সংগ্রহ করে আপনার বন্ধুদের মাঝে ধাঁধাগুলো জিজ্ঞাসা করতে পারবেন এবং তাদেরকে বিনোদন দিতে পারবেন। আপনি আমাদের আজকের এই ধাধা ও উত্তরগুলো সংগ্রহ করে আপনার সোশ্যাল মিডিয়াতে ধাঁধা ও উত্তরগুলো শেয়ার করে দিতে পারবেন। নিচে মজার ধাঁধা উত্তরগুলো তুলে ধরা হলো:

বসে না, দাড়ায় না, চলতে থাকে সে। কারো ধার সে ধারে না ঠেকায় তাকে কে। জিনিসটি কি?
=সময়।

বৃষ্টি হলে তিন অক্ষরে আয়েশ করে খায়। কিন্তু তার মাথা কাটলে সুন্দরীদের হাতে উঠে যায়?
=খিচুড়ি, বৃষ্টি হলে খিচুরি খাওয়া হয়। খিচুরির খি বাদ দিলে চুড়ি হয়ে যায়।

পাখা ছাড়াই উড়ে চলে। মুখ নাই তবু ডাকে। বুক ছিড়ে আলো ছুটে। চিনো তুমি কি তারে?
=উড়োজাহাজ।

এমন কোন স্থান আছে। যেখানে মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা খুবই সোজা। একটু ভাবলে পেয়ে যাবে দিয়ে মাথা হাত?
=অভিনয় মঞ্চ। এখানে অভিনয়ের খাতিরে যেকাউকে যা কিছু বলা হয়।

হাত দিলে বন্ধ করে দেয়। খোলে সূর্য দয়ে। ঘোমটা দেওয়া স্বভাব তার মুখটি নাহি তোলে?
= লজ্জাবতী ফুলগাছ বা লতা।

খেলে ভরে না পেট। তবু খায় সবাই। তার প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়?
= বাতাস, বাতাস থেকে প্রথম অক্ষর বাদ দিলে তাস হয়।

নয়নে নয়নে থাকে দেখতে হয় সুন্দর। নয়নকে সুন্দর রাখে নয়নের কেউই নয়। কে সে?
= কাজল।

ফস করে রেগে যায়, ধপ করে জ্বলে। বাক্স এ সারি সারি ঘুমে থাকে পড়ে?
=দেশলাই।

দশটি মাথা একটি হাত চলমান তাঁবু। রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু।কে সে?
=ছাতা।

মাথা ৩ টি। মুখ ১ টি। ক্ষুধা মোটে পায়না। খেতে দিলে খেতে থাকে পেট তবু ভরে না।কে সে?
= মাটির চুলা।আগুন জ্বালিয়ে দিলে জলতেই থাকে।

ধাঁধা চার পায়ে বসি আমরা। আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই তবু আস্ত কাঁধে ঝুলি।
= পালকি, পাল্কির মধ্যে মানুষ নেওয়াকে বুঝিয়েছে।

ব্যবহার করার জন্য এমন একটি জিনিস যাকে ভাঙতেই হবে?
= ডিম। ভাঙ্গা ছাড়া খাওয়া যায় না।

কোন মূলের ফুল লাল হয়?
= শিমূল ফুলের।

আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে?
= শূন্য থাকে

অনেক বড় আঙিনা। ঝাড় দিয়েও শেষ করা যায় না।আবার কতো ফুল ফুটে আছে সেখানে।যার নাই কোনো তুলনা। জিনিসটি কি?
= আকাশ ও আকাশ ভরা তারা।

কোন জামা কেউ কখনো গাঁয়ে দেয় না?
= পায়জামা কেউ গায়ে দেয় না।

হাঁড়ির ভিতর বালি, তার ভিতর হাজার ছেলে নাচে। একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার ধাপে। জিনিসটি কি?
= মুড়ি ভাজার প্রক্রিয়া।

আন্ধার ঘরে থাকে। নড়াচড়া করে একটুখানি খাবার পেলে খাবলে খাবলে ধরে। জিনিসটি কি?
= জিহ্বা, মুখের মধ্যে থাকে।

আমি কাদাঁই, আমি হাসাই, আমি প্রাণি না, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার সব বানী। আমি কে?
= সিনেমা বা নাটক বা কোন ঘটনার দ্বারা তৈরি ভিডিও।

Comment Here