সায়েরী

রোমান্টিক সাইরি বলো ২০২৩

প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে রোমান্টিক সাইরি বিষয়ে একটু আলোচনা করব। সাইরি বিষয়টা প্রাচীনকাল থেকেই অধিকাংশ মানুষের কাছে পরিচিতি অর্জন করেছে তবুও বর্তমান সময়ে শায়েরী বিষয়টা সকলের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। এখন বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন ধরনের শায়েরী ব্যবহার করে থাকে। তবে প্রতিটি বিষয়ে সাইরি গুলোর মনে হয় প্রকাশের বিষয়গুলো পার্থক্য রয়েছে। আমরা আজকে আমাদের এই আপনাদের মাঝে সেরকম রোমান্টিক কিছু শায়েরী সংগ্রহ করেছি। আপনারা আমাদের আজকের এই পোস্ট থেকে রোমান্টিক সাইরি গুলো সংগ্রহ করে আপনার প্রয়োজনে শায়েরী গুলো ব্যবহার করতে পারবেন। আমাদের আজকের রোমান্টিক শায়েরী গুলোর মাধ্যমে আপনি আপনার মনের রোমান্টিকতা প্রকাশ করতে পারবেন। আশা করি আমাদের আজকের এই রোমান্টিক শায়েরী গুলো আপনাদের সকলকে ভালো লাগবে।

বর্তমান সময়ের প্রতিটি মানুষ তাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের শায়েরী গুলো ব্যবহার করে থাকে। শায়েরীর ব্যবহার প্রাচীনকাল থেকেই মানুষের মাঝে পরিচিতি লাভ করেছে। এটি ৬০ কিংবা সত্তরের দশক থেকেই মানুষ তার বিভিন্ন প্রয়োজনে সাইরি গুলোর ব্যবহার করছে। সাইরি বলতে বোঝায় উর্দু কবিদের লেখা ছোট ছোট কবিতা ও কবিতাংশ। সাইরি বিভিন্ন ধরনের হতে পারে। তবে প্রতিটি বিষয় অনুযায়ী শায়েরীর মনের ভাব আলাদা আলাদা ভাবে প্রকাশ করা হয়। কোন কোন সাইরি দ্বারা মানুষ তার দুঃখ বা কষ্ট প্রকাশ করে থাকে। আবার অনেক শায়েরি আছে যেগুলোর মাধ্যমে মানুষ বিনোদন ও হাসিখুশি প্রকাশ করে থাকে। তবে শায়েরী ভালবাসার হতে পারে। কেননা শায়েরি মাধ্যমে বর্তমান সময়ে অনেকেই তার ভালোবাসার কথা প্রকাশ করে থাকে। বর্তমান সময়ে মনে হয় প্রকাশের প্রথম বাহন হিসেবে শায়েরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষ তো এখন মনের ভাব প্রকাশের জন্য আলাদা আলাদা শায়েরী গুলো প্রকাশ করে তাদের অনুভূতিগুলো সকলের মাঝে প্রকাশ করছে।

একটা রোমান্টিক সাইরি বলো

অনেকেই প্রিয় মানুষটিকে বা বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের গল্প আড্ডায় মেতে উঠতে অনেক সময় বন্ধুদের কাছ থেকে একটা রোমান্টিক সাইরি শোনার আগ্রহ প্রকাশ করে থাকে। এজন্য আমরা আজকে আমাদের ওয়েব সাইটে নিয়ে এসেছি একটা রোমান্টিক সাইরি বল সম্পর্কিত একটি পোস্ট। আমাদের আজকের এই পোস্ট টিতে আমরা আপনাদের মাঝে তুলে ধরার জন্য বেশ কিছু রোমান্টিক শায়েরী সংগ্রহ করেছি। আপনারা আমাদের আজকের এই শায়েরী গুলো সংগ্রহ করে আপনার মনের রোমান্টিক ভাব প্রকাশ করতে পারবেন। আমাদের আজকের এই রোমান্টিক শায়েরী গুলো রোমান্টিকতা প্রকাশ করতে আপনাদেরকে সহায়তা করবে। তাই আপনারা যারা রোমান্টিক সাইরি গুলো খুঁজে বেড়াচ্ছেন তারা আমাদের এই পোস্টটি সংগ্রহ করুন। নিচে একটা রোমান্টিক সাইরি বলো সম্পর্কিত পোস্ট টির রোমান্টিক সাইরি গুলো তুলে ধরা হলো:

হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজও,
ভালোবাসি তারে। ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি,
কি করে বোঝাবো তারে, আমি তাকে কতটা ভালোবাসি।

চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি,
মন জমিনে নামিয়েছিলো মুসল ধারায় বৃষ্টি,
তোর ঠিকানায় আছি আমি, মন পাড়াতে ঘুরি,
সেদিন থেকে, যেদিন নিলি মনটা করে চুরি।

গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি,
সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি,
ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে,
তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি তোমাকে।

শীতের চাদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটি দাও বিলিয়ে। শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয়
তোমার মন, তাহলে বুঝে নিও
আমি আছি তোমার পাশে সারাক্ষন।

জানিনা তুমি কে আর কেনই বা ডাকি তোমাকে আমি,
তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি,
তুমিতো অদেখা সেই স্বপ্ন ,
তুমি আমার কল্পনার রাজকুমারী, স্বপ্নে পরি।

ভালোবাসা একেমন অদ্ভুত অনুভূতি যখন ছেলেটি বুঝে,
তখন মেয়েটি বুঝে না,যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না,
আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না ।

Comment Here