স্ট্যাটাস

৫০ + প্রেমের ছন্দ সেরা কালেকশন

প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রেম। এটি মূলত প্রতিটি মানুষের জীবনের একটি অধ্যায়। ব্যক্তিগত জীবনে প্রতিটি মানুষের এই প্রেমের প্রয়োজন রয়েছে। মানুষ প্রিয় মানুষের সাথে নিজের প্রেমের অনুভূতিগুলো বিভিন্নভাবে শেয়ার করে থাকেন। অনেকে আবার প্রেম সংক্রান্ত বিভিন্ন ধরনের ছন্দের মাধ্যমে প্রিয় মানুষের কাছে নিজের প্রেমের অনুভূতিগুলো প্রকাশ করেন এজন্য আজকে আমাদের ওয়েব সাইটে নিয়ে এসেছি আমরা ৫০+ প্রেমের ছন্দ সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই পোষ্ট থেকে আপনারা ৫০+ প্রেমের ছন্দ সংগ্রহ করতে পারবেন এবং আপনার ব্যক্তিগত জীবনে সুন্দর এই ছন্দ গুলোর মাধ্যমে আপনি আপনার প্রেমময় অনুভূতিগুলো সহজে প্রকাশ করতে পারবেন। আমরা আপনাদের জন্য আমাদের ওয়েবসাইট আজকের এই প্রতিবেদনটিতে সুন্দর সুন্দর সকল প্রেমের ছন্দ তুলে ধরেছি। যেগুলো আপনাদের সকলের অনেক ভালো লাগবে।

বর্তমান সময়ের প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রেম। ব্যক্তিগত জীবনে প্রতিটি মানুষ একজন প্রিয় মানুষ খুঁজে থাকে এবং তার সাথে মনের সকল কথা শেয়ার করে তাকে বিভিন্ন উপায়ে ভালোবেসে থাকে। প্রিয় মানুষের সাথে মূলত মানুষের প্রেমের সম্পর্ক গড়ে উঠে ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে। প্রতিটি মানুষ তার প্রিয় মানুষের কাছে নিজের মনের প্রেমের এই অনুভূতিগুলো বিভিন্নভাবে শেয়ার করে থাকে। এই অনুভূতিগুলো শেয়ার করার মাধ্যমে প্রতিটি মানুষ প্রিয় মানুষের কাছে নিজের মনের জমানো সকল ভালবাসার কথা সহজে প্রকাশ করতে পারে এবং তাকে বিভিন্ন উপায়ে ভালোবেসে খুশি করতে পারে। মানুষের ব্যক্তিগত জীবনের চিন্তা করে তাই তো কবি সাহিত্যিক ও লেখকগণ তাদের লেখনিতে প্রেম সংক্রান্ত বিভিন্ন ধরনের কবিতা ছন্দ উপন্যাস গান নাটক রচনা করেছেন যেগুলো একজন মানুষের প্রেমের অনুভূতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। তাইতো বর্তমান সময়ের আধুনিক প্রতিটি মানুষ এগুলো ব্যবহার করার মাধ্যমে নিজের প্রিয় মানুষটির কাছে প্রেমের অনুভূতিগুলো সহজেই তুলে ধরতে পারছে।

৫০+ প্রেমের ছন্দ

বর্তমান সময়ে অনেকেই প্রিয় মানুষকে প্রেমের অনুভূতিগুলো শেয়ার করার জন্য প্রেম সংক্রান্ত বিভিন্ন ধরনের ছন্দ গুলো অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমরা আমাদের ওয়েবসাইটে ৫০+ প্রেমের ছন্দ সম্পর্কিত এই পোস্টটি। আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের মাঝে পঞ্চাশেরও বেশি প্রেমের ছন্দ তুলে ধরব যেগুলো আপনি আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করে তাদেরকে ভালোবাসার অনুভূতি কিংবা প্রেমের অনুভূতি গুলো জানাতে পারবেন। আপনি আমাদের ওয়েবসাইট থেকে আজকের এই প্রেমের ছন্দ গুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। এছাড়াও আপনার ব্যক্তিগত জীবনের প্রয়োজনে আমাদের আজকের এই ছন্দ গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। নিচে ৫০+ প্রেমের ছন্দ তুলে ধরা হলো:

*তোমার আমার খুনসুটি,
আছে যত খুটিনাটি,
কত যে করেছি প্রেম,
বলেছি আছে যত কথা,
হটাৎ পরে গেলো মনে,
একটু একটু ব্যথা করে,
তেমায় আজো চাই যে পেতে,
আমার কাছে জীবন ভরে।

*খুব ইচ্ছে করে রংধনুর সাত রং,
মেখে দিতে তোমার সারা গায়ে,
যদি তুমি দাও হাত টা তোমার বাড়িয়ে,
দেখবে তুমি কত যে ভালোবাসি আমি,
তোমার জন্য চাদ টা এনে দিতে পারি,
যদি বলো আমি ও তোমায় ভালোবাসি।

*ভাবতে ভাবতে হচ্ছে বোরিং,
তুমি কাছে নেই বলে,
ভাবতে ভাবতে হচ্ছে বোরিং
তোমার রিপ্লে আসে নি বলে,
ভাবতে ভাবতে হচ্ছে বোরিং,
তুমি এখনো কল দাও নি বলে,
কত আর ভাববো বলো
কতই বা আর বোরিং হবো,
তোমায় পাওয়ার আশায়,
প্লিজ প্রিয় একটা মেসেজ দিও।

*মনে মনে ভাবছি
কি ভাবে গেল সারাটা ক্ষণ
তোমার আশায় আশায়
সত্যিই কি তুমি মিশে আছো
আমার ভালোবাসায়
যদি তাই হয়
তবে কেন দাও না ধরা
যদি তাই হয়
তাহলে কেন আমার লাগে
সারাটা ক্ষণ মায়া
ও প্রিয় আর না করে দেরি
একটা বার দিও
শিখিয়ে প্রেমের হাতে খড়ি।

*তুমি কি আসবে আমার ঘরে,
লাল শাড়ি পড়ে বধু বেশে,
চাই না আর কিছুই আমি,
চাই না আমি কিছুই,
চাইতো শুধু মরতে তোমায় ভালোবেসে,
যদি তুমি একটাবার বলো,
বড্ড ভালোবাসো আমায় বলো,
একটু বলো না,
একটু মুচকি হেসে।

*তুমি ভয় পাচ্ছ! আমার ভালোবাসা ফুরাবে বলে,
যদি তাই ভেবে থাকো, তাহলে জেনে নিও,
চির কাল টা যদি তুমি থাকো আমার পাশে,
তাহলে তোমায় কখনো পেতে দেব না এই ভয়,
যদি তুমি আমাকে হারা বার ভয়ে থাকো,
কাছে থেকে কখনো দূরে যেতে দেব না,
আগলে রাখবে আমার বুকের মাঝে,
কেন তা জানো তুমি হয়তো জানো না,
তোমায় যে আমি বড় বেশি ভালোবাসি,

*আমার ভালোবাসা কখনো ই ফুড়োবে না,
যদি তুমি চিরকাল থাকো আমার পাশে,
একটু আদর আর একটু ভালোবেসে,
দেখবে চেয়ে তুমি, তোমার জন্য আমি,
অফুরন্ত রয়ে যাব, সারা টি জীবন ভরে।

*কতদিন যায় আসে,
কত সময় স্রোতে ভাসে,
কেউ হাসে কেউ বা আবার কাঁদে,
তাতে কার কি আসে যায়,
খুঁজে দেখো তোমার আশে পাশে,
কেউ না কেউ হয় তো তোমায়,
তার জীবনের চেয়ে ও বেশি ভালোবাসি।

*প্রিয় তুমি কি জানো,
প্রিয় এর মানে কি?
প্রিয় এর মানে হলো,
হাত আর চোখের মতো,
হাতে যখন আঘাত লাগে,
তখন চোখ থেকে অশ্রু ঝরে,
যখন চোখ থেকে অশ্রু ঝরে
তখন হাত টা চোখ টা কে মুছে দিয়ে বলে
এটাই প্রেম, এটাই ভালোবাসা
এটাই তুমি আমার প্রিয়।

*রাতের আকাশে তাকালে দেখবে,
হাজার লক্ষ তারার মেলা,
রাতের আকাশে তাকালে দেখবে,
চাঁদকে ঘিরে তাদের,
নানা রকমের খেলা,
হাত বাড়ালে পাবে,
তুমি পাবে অনেক বন্ধু,
আমার মত বন্ধু যে তোমার,
কেউ যে হবে নাতো,
তোমার জন্য হাসবো আমি,
তোমার জন্য কাঁদবো,
তোমায় নিয়ে খেলবো,
আমি তোমায় ভালবাসব।

*সকালে যখন রোদ উঠে,
মেঘ কেটে যায় মনের মাঝে,
রাতে যখন সন্ধ্যা আসে,
রোদ টা আবার যায় লুকিয়ে,
তোমায় ভালোবাস বো আমি,
রাত কি বা নেই দিন নেই,
আমি তোমার সঙ্গী হব,
যখন তখন ঘুমের ঘোরে,
সব টা সময় রয়ে যাবো,
তোমার এই জীবনের তরে।

*সারা টা দিন তোমায়, খুঁজে বেড়াই,
তোমার তো আর দেখা কেন যে নাই,
চোখ টা বুঝলেই কেন দেখি তোমায়,
চোখ খুললে দেখি তুমি যে আর নেই,
তোমাকে যদি দেখতে বা না পাই,
আবার সারা টা দিন খুঁজে বেড়াই।

*তোমাকে যে কখন ও ভুলতে পারবে ন,
তোমাকে যে কখন ও কষ্ট দিতে পারবো না,
তোমাকে যে কখন হারাতে দিবো না,
তোমাকে যে কখন দুরে যেতে দিবো না,
কারন! কারন! কারন যে,
আমি তোমাকে মনের গহিন থেকে ভালোবাসি।

*বলি একটা কথা তোমায় শুনো কানে কানে,
সারা টা ক্ষন থাকো তুমি আমার প্রাণের মাঝে,
ভালোবাসা কেন এমন হয় জানি না তো আমি।
শুধু জানি তোমায় আমি অনেক ভালো বাসি।
তোমায় পেয়ে ভরে যায় আমার মনের আশা,
আবার সাজাই তোমায় নিয়ে নতুন স্বপ্নের পাতা,
তোমায় করে স্বপ্নের সাথী করব পুরণ এক সাথে
তুমি ‘ই’ তো মিশে আছো আমার মনের মাঝে।

*শুন্য ছিলাম আমি ছিলো না মোর কিছু
তোমায় একটু দেখেই নিলাম তোমার পিছু,
আমায় নিয়ে অল্প অল্প প্রেমের গল্প হলো রচিত,
তোমায় নিয়ে কারো কাছে হবো না মাথা নত,
তুমি ছাড়া কেই যে হবে না মোর সাথী,
তোমায় নিয়ে স্বপ্ন যে দেখেছি দিবা রাত্রি।

Comment Here