টিপস

অনলাইনে গর্ভবতীর কার্ড করার নিয়ম ২০২৩

মাতৃকালীন ভাতা হওয়ার গুরুত্বপূর্ণ শর্তাবলী হলো দরিদ্র ও প্রতিবন্ধী মাদের অগ্রাধিকার বেশি থাকবে এখানে। মোট মাসিক আয় ১৫০০ টাকা বা তার নিম্নে হতে হবে। কেবলমাত্র বসতবাড়ি রয়েছে বা অন্য জায়গায় বসবাস করে উপকার ভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারীকে অবশ্যই পাঁচ মাস গর্ভবতী থাকতে হবে। ২০২২ থেকে অর্থবছরে ভাতার জন্য আবেদন ফরমের মেনু চালু করা হয়েছে।

বাংলাদেশ সরকার মাসিক ৮০০ টাকা হারে প্রতি ছয় মাস অন্তর অন্তর করে চারবার বা 24 মাস ভাতা প্রদান প্রদান করে থাকবে। দুই সন্তানের ক্ষেত্রে ৩৬ মাস বা তিন বছর পেয়ে থাকেন। বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক গর্ভবতী ভাতা প্রদান করা হয়ে থাকে। মূলত এটি দারিদ্র নারীদের জন্য একটি সামাজিক নিরাপত্তা স্কিম যা মা ও শিশু প্রতিষ্ঠায় চাহিদা ও গর্ভকালীন সেবা যত্নের জন্য এটি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মধ্যে প্রদান করা হয়ে থাকে।

আরো একটু বিস্তারিতভাবে বলা যায় যে, শহর এলাকায় দরিদ্র কর্মজীবীর দুগ্ধ দায়ী মা এবং তাদের শিশুদের সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মজীবী উপকারী ভোগী দরিদ্র মাদেরকে তিন বছরব্যাপী প্রতি মাসে ৮০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।দরিদ্র মায়ের জন্য মাতৃকালীন ভাতা প্রদান কর্মসূচি 2011।

গর্ভবতী কার্ড অনলাইনে আবেদনযোগ্যতা ২০২৩

  • প্রথমবার দ্বিতীয় গর্ভধারণকালীন যেকোনো একবার।
  • বয়স কমপক্ষে ২০ বছর বা তার ঊর্ধ্বে।
  • মোট মাসে গায়ে ২০০০ টাকা নিম্নে।
  • দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন।
  • কেবল বসতবাড়ি রয়েছে বা অন্য জায়গায় বাস করে।
  • নিজের বা পরিবারের কোন কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকুর নেই।
  • উপকার ভোগে নিয়ন্ত্রণের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে।
  • প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভস্থ বা জন্মের ২ বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভকালে ভাতা প্রাপ্য হবে।
  • একজন ভাতা ভোগ জীবনে একবার দুই বছরেও সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন।
  • কোন কারণে সন্তানের একটু হলে অথবা গর্ভ ও পাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে দুই বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য সত্য পূরণ হয়ে থাকে।

অনলাইনে আবেদন করবেন কে?

উপরে বর্ণিত শর্ত সময়ের মধ্যে কেউ ক খ ও ছ সহ কমপক্ষে পাঁচটি সত্য পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবেদনকারী তথ্য এমআইএস অনলাইনে সফটওয়্যার এর এন্ট্রি করবেন।

Comment Here