মোবাইল ফোনে আই এম ই আই (IMEI) নাম্বার চেক- অরিজিনাল ফোন চেনার উপায়

বর্তমান আধুনিক যুগে বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে। তাই আপনার স্মার্টফোনটি অরিজিনাল কিনা তা যাচাই বাছাই করা উচিত ।মোবাইল ফোন অরজিনাল যদি হয় তাহলে কি আইএমই নাম্বার দেখতে পাবেন। প্রতিটি অরজিনাল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটি আই এম আই ই নাম্বার রয়েছে। যে নাম্বারে ভিত্তিতে অরিজিনাল ফোন সনাক্ত করা হয়। যদি এই নাম্বারটি না থাকে তাহলে বুঝতে পারবেন ফোনটি অরিজিনাল নয়।
- খুব সহজে পড়ুন :
- অফিশিয়াল ও আনঅফিসিয়াল মোবাইল ফোন যাচাইয়ের এসএমএস পদ্ধতি
- স্মার্ট মোবাইল ফোনের (IMEI) নাম্বার দেখার নিয়ম-
বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী স্মার্টফোন ডুপ্লিকেট করতেছে। যার ফলে আই এম আই ই নাম্বার দিয়ে অরিজিনাল স্মার্টফোন সনাক্ত করা জরুরি হয়ে পড়ে গেছে। আপনি চাইলে খুব সহজে আপনার স্মার্ট ফোন, কম্পিউটার ও টেপ আই এম আই ই নাম্বার দিয়ে বৈধতা খুব সহজে যাচাই করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
অফিশিয়াল ও আনঅফিসিয়াল মোবাইল ফোন যাচাইয়ের এসএমএস পদ্ধতি
আপনি যদি মার্কেটে ফোন ক্রয় করতে চান। তাহলে কিভাবে বুঝবেন ফোনটি অফিশিয়াল। এর জন্য সিম্প্লি আপনার ফোন থেকে এসএমএসের মাধ্যমে কনফার্ম হতে পারবেন, ফোনটি অফিসিয়াল কিনা। এর জন্য আপনাকে কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন “KYD” <Space> তারপর-15 সংখ্যার IMEI Number- তারপর পাঠিয়ে দিন 16002 নাম্বারে।
কিছুক্ষণের মধ্যে ফিরতি একটি এসএমএস পাবেন। যেটা থেকে খুব সহজে কনফার্ম হতে পারবেন ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। সাধারণত বিটিআরসি সকল ফোনের তথ্য সংগ্রহ করে রাখে। যদি ফোনের মেসেজ রেকর্ড থাকে তাহলে অবশ্যই মেসেজ পাবেন। আর যদি না থাকে তাহলে বুঝতে পারবেন ফোনটি আনঅফিসিয়াল।
স্মার্ট মোবাইল ফোনের (IMEI) নাম্বার দেখার নিয়ম-
আই এম আই ই নাম্বার একটি খুবই গুরুত্বপূর্ণ। কারন আপনার ফোনটি যদি কোন কারণে হারিয়ে যায় তাহলে এই নাম্বারটি দিয়ে খুব সহজে ফোনটি শনাক্ত করতে পারবেন। যার কারণে স্মার্টফোনটি আপনার স্মার্টফোনটি হারিয়ে গেল তা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আই এম আই ই নাম্বার দিয়ে। IMEI নাম্বার দেখার সহজ উপায় হল। আপনার মোবাইলে ডায়াল পেটে ডায়াল করুন *#06# । এই নাম্বারটি ডায়াল করলে আপনার স্মার্টফোনের IMEI নাম্বারটি দেখতে পারবেন।
ডায়াল করুন *#06#
যখন এই নাম্বারটি ডায়াল করবেন। তখন কোন প্রকার টাকা অথবা চার্জ প্রযোজ্য হবে না। যেকোনো একটি সিম থাকলে আপনি অনায়াসে নাম্বারটা ডায়াল করতে পারবেন এবং আপনার কাঙ্খিত আই এম ই আই নাম্বার টি দেখা যাবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আই এম ই আই নাম্বার সম্পর্কে সচেতন না। তাই প্রতিটি মানুষের উচিত এই নাম্বারটি নিজের মোবাইল ফোন থেকে বের করে নোট করে রাখা। কারণ পরবর্তীতে এই নাম্বারটা খুবই প্রয়োজন হতে পারে।